চট্টগ্রাম বোর্ড ২০১৪
(খ সেট)
অর্থনীতি দ্বিতীয় পত্র
ক বিভাগ----- রচনামূলক প্রশ্ন
১. জাতীয় আয় বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা,
প্রকৃত মজুরী কাকে বলে? প্রকৃত মজুরী কী কী বিষয়ের উপর নির্ভর করে তা আলোচনা কর।
২. মোট মুনাফা ও নিট মুনাফার মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। মুনাফার
উপাদানগুলো আলোচনা কর।
অথবা,
সরকারি ব্যয় কাকে বলে? বাংলাদেশ সরকারের ব্যয়েক প্রধান খাৎসমূহ বর্ণনা কর।
৩. অর্থের মূল্য পরিবর্তন বলতে কী বুঝায়? অর্থের মূল্য পরিবর্তনের ফলফল বর্ণনা কর।
অথবা,
কেন্দ্রিয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রিয় ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
৪. আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের
বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা,
বাংলাদেশের জনসংখ্যার একটি কাঠামোগত বিশ্লেষণ দাও।
৫. মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ গুলো ব্যাখ্যা কর।
অথবা,
বিশ্ব ব্যাংক কী? বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা কর।
(খ) বিভাগ----- সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৬. ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা,
মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য কী?
৭. মুনাফা ও ঝুঁকি বহনের মধ্যে সম্পর্ক কী?
অথবা,
রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৮. লেনদেনের ভারসাম্য বলতে কী বোঝায়?
অথবা,
বীমা প্রতিষ্ঠান কী?
৯. অনুপার্জিত আয় বলতে কী বোঝায়?
অথবা,
সুদের হার কি কখনও শূন্য হতে পারে?
১০. বাংলাদেশে স্বল্প মজুরী হারের কারণ গুলো কী?
অথবা, করের কানুনগুলো কী?
১১. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ কী কী?
অথবা,
জনসংখ্যা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কী?
১২. মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়?
অথবা,
ইসলামি উন্নয়ন ব্যাংক কী?
১৩. শিশু শিল্প সংরক্ষণের যুক্তিটি ব্যাখ্যা কর।
অথবা,
পঞ্চবার্ষিক পরিকল্পনা কাকে বলে?