Thursday, February 9, 2023

শর্ট সেলিং কী? What is Short Selling?

শর্ট সেলিং হল এক্সচেঞ্জ হাউজগুলো থেকে নির্দিষ্ট ইন্টেরেস্টের বিনিময়ে শেয়ার ধার নেওয়া। ধার নেওয়ার পর সেগুলোকে আপনি বিক্রি করে দিবেন। পরে যখন ঐ শেয়ারের দাম কমে যাবে তখন কম দামে ঐ পরিমাণ শেয়ার বাজার থেকে কিনে এক্সচেঞ্জ হাউজকে শোধ করে দিবেন। এই যে ক'দিন শেয়ারগুলো আপনার কাছে ধার হিসেবে ছিল তার একটা ইন্টেরেস্ট আপনাকে দিতে হবে। প্রথমে যে দামে বিক্রিয় করলেন, এবং বর্তমান যে দামে কিনলেন-- এর মাঝখানেরটা আপনার প্রফিট। একটা উদাহরণ দিই: 

ধরুন, হঠাৎ করে পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। পেঁয়াজের দাম হয়ে গেছে ২০০ টাকা। আপনার মনে হচ্ছে পেঁয়াজের এই উচ্চমূল্য বেশিদিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই দাম কমে আসবে। আপনি 
এক দোকানদারের কাছ থেকে ১ কেজি পেঁয়াজ ধার নিলেন এবং দোকানদারকে বললেন, "ভাই, ১ মাস পর আমি আপনার পেঁয়াজ ফেরত দিয়ে দিব। এই ১ মাস পেঁয়াজের মূল্য (২০০ টাকা) বাবদ আপনাকে ২ টাকা সুদ দিব।" 

তারপর ঐ ১ কেজি পেঁয়াজ আপনি আপনার পাশের বাসার আন্টির কাছে ২০০ টাকায় বিক্রি করে দিলেন। তাহলে আপনার হাতে এখন ২০০ টাকা আছে। আপনি এইগুলো রেখে দিলেন।

১ মাস পরে দেখলেন, পেঁয়াজের দাম কমে ১৫০ টাকা হয়ে গেল। তারপর আপনি বাজারে গিয়ে ১৫০ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনে এক মাস আগে যে দোকান থেকে আপনি পেঁয়াজ ধার নিয়েছিলেন তাঁকে পরিশোধ করে দিলেন। এবং সাথে ১ মাসের জন্য ২ টাকা সুদ দিলেন। তাহলে আপনার খরচ হল (১৫০+২) ১৫২ টাকা। বাকি (২০০-১৫২) ৪৮ টাকা আপনার লাভ হল। এটাকেই স্টক মার্কেটে বলে শর্ট সেলিং (Short Selling)।

-Tareq I Imon