Thursday, April 13, 2017

Book review Memsaheb - Nimai Bhattacharya

প্রেমের উপন্যাস মেমসাহেব। বইটার শুরুটা ভালো লেগেছিল। মাঝখানে এবং শেষের
কিছু বিষয় অদ্ভুৎ লেগেছিল। তারমধ্যে—
.
১) বিয়ের আগেই মেমসাহেবের শহরে গিয়ে প্রেমিক সাংবাদিকের সাথে একই বাসায়
৮-১০ দিন থাকা, যেটা সমাজবিরোধী কাজ। অথচ লেখক দু'জনের মাঝে কোনো
অপরাধবোধ দেখাননি, স্বাভাবিক ঘটনার মতোই ব্যাখ্যা করে গেছেন। (যদিওবা
সেখানে যৌনতা অনুপস্থিত এবং এরা একে অপরকে খুব ভালোবাসতো তবুও একসঙ্গে
থাকা নিয়ে লেখকের স্বাভাবিক ব্যাখ্যাটা আমার অস্বাভাবিক মনে হলো)
.
২) বাংলা সিনেমার মতো অনেক ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় এবং পরে তা
মিলে যায়। যেমনঃ
i) প্রেমিক সাংবাদিক বড়লোক হবে
ii) মেমসাহেবের ছোটভাই মারা যাবে (যেহেতু তাকে নিয়ে মেমসাহেব সবসময়
চিন্তিত থাকতো- এটা থেকে বুঝা যেতো যে নিশ্চয় ছোটভাইয়ের খারাপ কিছু একটা
হবে),
iii) মেমসাহেব মারা যাবে; ইত্যাদি।
.
৩) মেমসাহেবকে নিয়ে লেখক এতো ঘটনার বর্ণনা দিতে পারলেও তার মৃত্যু নিয়ে
তেমন কিছু লিখেননি। সুস্থ হয়েও আকস্মিক মৃত্যুতে মেমসাহেব মারা যায়। যেটা
অনেকটা এরকম যে, লেখক কাহিনি আর লম্বা করতে না পেরে মেমসাহেবের মৃত্যু
দিয়েই উপন্যাসের ইতি টানলেন।
.
৪) বর্ণনার ধরণটাও ভালো লাগেনি।
.
সবমিলিয়ে পড়ে তেমন মজা পাইনি..। :( :)

No comments:

Post a Comment