Monday, July 17, 2017

লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা

একটা কথা প্রচলিত , লোক প্রশাসন বিষয়ে যারা পড়তে আসে তারা পড়তে আসার আগে
এই বিষয় টা সম্পর্কে একরকম অজ্ঞই থাকে। আমরা যারা পড়ছি তারা এখন হয়তো
জানি লোক প্রশাসন সাবজেক্ট টা আসলে কি নিয়ে আলোচনা করে, জব সেক্টরে এর
চাহিদা কেমন। এখন সেটা নিয়েই কিছু বলি, লোক প্রশাসন মূলত রাষ্ট্রবিজ্ঞান
সাব্জেক্ট থেকে জন্ম নিয়েছে। এই বিষয়টি সাধারনত সামাজিক বিজ্ঞান অনুষদে
পড়ানো হয়ে থাকে। সাব্জেক্টটা অনেকটাই ব্যবহারিক একটা সাব্জেক্ট। অন্য
সাব্জেক্টগুলোর মত একঘেয়েমি পড়াশোনা নাই। বলা যায় সরাসরি চাকরির
প্রস্তুতি। বিসিএসের সিলেবাস এর অনেকটাই পড়া হয়ে যায় এই সাব্জেক্টের
শিক্ষার্থীদের। এত যে হোমরা চোমরা সচিব আর প্রশাসনের কর্তাব্যক্তি আছে
সবার কিন্তু চাকরি তে জয়েন এর আগে লোক প্রশাসনের উপর কোর্স করতে হয়েছে।
তাছাড়া বিসিএস প্রশাসন পাওয়া ক্যান্ডিডেটরা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে
বাইরে দেশে কিন্তু লোক প্রশাসনের উপরই পড়তে যায়। প্রতিটা সেক্টরই
মোটামোটিভাবে এই সাব্জেক্টের জন্য উন্মুক্ত। হাসপাতালে জব করবেন? তাও আছে
প্রশাসনিক কর্মকর্তা নামে সুন্দর একখান পদ। বাইরে যাবেন? লোক প্রশাসন
নিয়ে প্রায় সবগুলো দেশেই যাওয়া যায়। বিসিএস? এখনো লোক প্রশাসনের
শিক্ষার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। রেডিও টেলিভিশন? এখানেও লোক প্রশাসনের
শিক্ষার্থীরা দখল করে রেখেছে । প্রাইভেট সেক্টরে প্রায় প্রতিটা
কোম্পানীতেই HR নামে রয়েছে সম্মানীয় পদ, যেখানে এপ্লাই করলে লোক প্রশাসন
আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই লোক
প্রশাসনের শিক্ষার্থীদের জন্য রয়েছে যথেষ্ট সুযোগ ।
-(সংগৃহীত এবং পরিমার্জিত)
.
Keyword: লোকপ্রশাসন, বাংলাদেশ লোকপ্রশাসন, লোকপ্রশাসন পড়ে কী করবো,
লোকপ্রশাসন পড়ে কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ,
লোকপ্রশাসন জব সেক্টর, লোকপ্রশাসন চাকরিক্ষেত্র, Public Administration
job sector in Bangladesh লোক প্রশাসন, জন প্রশাসন

আমি লোকপ্রশাসন বিষয়ে স্নাতক পড়ছি। এ বিষয়ে পড়াশোনা করে কোথায় চাকরি পাওয়া যাবে?

প্রশ্ন: আমি লোকপ্রশাসন বিষয়ে স্নাতক পড়ছি। এ বিষয়ে পড়াশোনা করে কোথায়
চাকরি পাওয়া যাবে?
-রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়।
.
.
উত্তর: লোকপ্রশাসন বিভাগের ছেলেমেয়েদের চাহিদা বর্তমানে অনেক। বিসিএস
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বিভাগের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি চাকরির সুযোগ
পান। বিসিএসে যতগুলো ক্যাডার রয়েছে এর মধ্যে প্রশাসন, পুলিশ, সিভিল
সার্ভিস ক্যাডারে চাকরি পান এ বিভাগের ছাত্রছাত্রীরা। এ ছাড়া দেশের
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন,
প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিভাগে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন। ব্যাংক,
বিমা, বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছেলেমেয়েরা ভালো বেতনে কাজ করছেন। অনেকে
আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় চাকরি করছেন।
দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন
দেশে এ বিভাগের ডিগ্রিধারীরা এখন ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন।
.
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ
(Source: Prothom Alo)
.
Keyword: লোকপ্রশাসন, বাংলাদেশ লোকপ্রশাসন, লোকপ্রশাসন পড়ে কী করবো,
লোকপ্রশাসন পড়ে কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ,
লোকপ্রশাসন জব সেক্টর, লোকপ্রশাসন চাকরিক্ষেত্র, Public Administration
job sector in Bangladesh লোক প্রশাসন, জন প্রশাসন

Sunday, July 16, 2017

সাবজেক্ট রিভিউ : লোকপ্রশাসন (Review of Public Administration)

পাবলিক এডমিনিস্ট্রেশন যারা পড়ে তাদের বলা হয় 'Navigator Of The
Nation".ব্রিটিশ শাসন সেই কবেই লুপ্ত হয়ে গেছে,তবে পাবলিক এডমিনিস্ট্রেশন
পড়ুয়া শিক্ষার্থীদের শাসন লুপ্ত হয় নাই।কাজেই শাসক হওয়ার ইচ্ছা থাকলে
পাবলিক এডমিনিস্ট্রেশনই হতে পারে আপনার প্রথম চয়েজ।
.
#পড়ালেখার_ধরন :
চার বছরের অনার্স কোর্সে এই সাবজেক্টে এডমিনিস্ট্রেশন এর যাবতীয়
খুঁটিনাটি পড়ানো হয়।শাসক হতে হলে দেশের রাজনীতি, অর্থনীতি,
সংবিধান,সমাজব্য বস্থা,আইন,দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক,দেশের
প্রশাসনিক ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়।এজন্যে পাবলিক
এডমিনিস্ট্রেশন এর শিক্ষার্থীদের Political Science, Economics,
Constitution, Sociology,Constitutional Law,International Relations এই
সাবজেক্টগুলাও পড়তে হয়। একইসাথে কমার্সের কিছু মৌলিক সাবজেক্ট যেমন
Banking,Management এই সাবজেক্টগুলাও পড়তে হয়। বিভিন্ন সাবজেক্টের সমষ্টি
নিয়ে লোকপ্রশাসনের সিলেবাস হলেও সিলেবাসটা মোটেও বোরিং বা একঘেয়ে না।এটি
মূলত প্র্যাক্টিক্যাল একটা সাবজেক্ট।আর কোর্সভূক্ত টপিকগুলাও অনেক
ইন্টারেস্টিং আর সময়োপযোগী।
.
#কোথায়_পড়ানো_হয় :
দেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়েই পাবলিক এডমিনিস্ট্রেশন বা
লোকপ্রশাসন পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, BUP,
SUST, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রভৃতি অনেকগুলা বিশ্ববিদ্যালয়েরই
সমাজবিজ্ঞান অনুষদে এই ডিপার্টমেন্ট রয়েছে।
.
#রেজাল্ট :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের সর্বোচ্চ সিজিপিএ-৩.৮২। উনি এখন
এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক।কেউ যদি চার বছরের অনার্স লাইফে এভারেজ ৩.৫০
রেজাল্ট করতে পারে,ধরে নেয়া যায় তার শিক্ষক হওয়ার সম্ভাবনা ৯০%। সোশ্যাল
সায়েন্সের অন্যান্য ডিপার্টমেন্ট গুলোর মতোই ভালো রেজাল্ট বলতে সিজিপিএ-৩
থেকে ৩.৫ পাওয়াকে বোঝায়।বেশীরভাগে রই এভারেজ রেজাল্ট থাকে ৩ থেকে ৩.২ এর
মধ্যে।
.
#সেশনজট :
এই ডিপার্টমেন্ট এ সেশান জট বলতে গেলে নেই-ই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
বর্তমান ব্যাচগুলোর মধ্যে শুধুমাত্র ২০১৩-১৪ ব্যাচটাই সেশান জটে পড়েছে,
বাকি ব্যাচগুলো স্বাভাবিক নিয়মেই আছে। পরীক্ষা ঠিক সময়েই হয়। কাজেই
অনার্স-মাস্টার্স মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরেই লেখাপড়ার পাঠ চুকানো
সম্ভব।
.
#চাকরিক্ষেত্র :
★Multinational Companies,NGO,ব িভিন্ন প্রাইভেট কোম্পানীতে লোকপ্রশাসনের
ভালো ভালো চাকুরী আছে।
★প্রাইভেট ব্যাংকগুলাতে HR বা Human Resource Department নামে একটি শাখা
আছে,ওই শাখাতে পাবলিক এডমিনিস্ট্রেশন এর শিক্ষার্থীদেরই রাজত্ব।
★সরকারি বিভিন্ন সংস্থা আর ব্যাংকে চাকুরী তো সাথে আছেই।
★চার বছরের একাডেমিক পড়াশোনায় লোকপ্রশাসনের শিক্ষার্থীদের বিসিএসের
প্রিপারেশান অনেকটাই হয়ে যায়, কারণ সাবজেক্টটার বেশীরভাগ টপিকই বিসিএসের
সিলেবাস রিলেটেড। কাজেই যাদের বিসিএস টার্গেট,লোকপ্রশাসন তাদের জন্যে
বেস্ট চয়েজ। বিসিএস (প্রশাসন) -এ লোকপ্রশাসনের শিক্ষার্থীদের রাজত্ব
সবসময়েই। এমনকি যারা বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হয়, তাদের লোকপ্রশাসন
নিয়ে বছরখানেক পড়াশোনা করতে হয়- কাজেই এদিক দিয়েও আপনি এগিয়ে থাকবেন।
.
আপনার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে? দেশে ঘটে যাওয়া সমসাময়িক যাওয়া
ব্যাপারগুলোতে দারুণ আগ্রহ? সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তনে
আগ্রহী,ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আছে? লোকপ্রশাসন ডিপার্টমেন্ট এ
আপনাকে স্বাগতম।
.
লিখেছেন :
Mahbubur Rahman Tahmid
Department Of Public Administration,
University Of Chittagong
.
Keyword: লোকপ্রশাসন, বাংলাদেশ লোকপ্রশাসন, লোকপ্রশাসন পড়ে কী করবো,
লোকপ্রশাসন পড়ে কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ,
লোকপ্রশাসন জব, লোকপ্রশাসন চাকরিক্ষেত্র, Public Administration job in
Bangladesh লোক প্রশাসন, জন প্রশাসন