Monday, July 17, 2017

আমি লোকপ্রশাসন বিষয়ে স্নাতক পড়ছি। এ বিষয়ে পড়াশোনা করে কোথায় চাকরি পাওয়া যাবে?

প্রশ্ন: আমি লোকপ্রশাসন বিষয়ে স্নাতক পড়ছি। এ বিষয়ে পড়াশোনা করে কোথায়
চাকরি পাওয়া যাবে?
-রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়।
.
.
উত্তর: লোকপ্রশাসন বিভাগের ছেলেমেয়েদের চাহিদা বর্তমানে অনেক। বিসিএস
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বিভাগের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি চাকরির সুযোগ
পান। বিসিএসে যতগুলো ক্যাডার রয়েছে এর মধ্যে প্রশাসন, পুলিশ, সিভিল
সার্ভিস ক্যাডারে চাকরি পান এ বিভাগের ছাত্রছাত্রীরা। এ ছাড়া দেশের
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন,
প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিভাগে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন। ব্যাংক,
বিমা, বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছেলেমেয়েরা ভালো বেতনে কাজ করছেন। অনেকে
আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় চাকরি করছেন।
দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন
দেশে এ বিভাগের ডিগ্রিধারীরা এখন ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন।
.
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ
(Source: Prothom Alo)
.
Keyword: লোকপ্রশাসন, বাংলাদেশ লোকপ্রশাসন, লোকপ্রশাসন পড়ে কী করবো,
লোকপ্রশাসন পড়ে কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ,
লোকপ্রশাসন জব সেক্টর, লোকপ্রশাসন চাকরিক্ষেত্র, Public Administration
job sector in Bangladesh লোক প্রশাসন, জন প্রশাসন

No comments:

Post a Comment