**চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে IBA মানের এমবিএ**
কি অবাক হচ্ছেন? ঢাবি, রাবি,জাবি এর যেমন Institute of Business
Administration রয়েছে তেমনি আমাদের রয়েছে Center for Business
Administration.অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ২০১২ সালে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় ইভেনিং এমবিএ এর জন্য চালু করে Center for Business
Administration. দুই ব্যাচ পর থেকে শুরু হয় রেগুলার এমবিএ । ইভেনিং এর
স্টুডেন্ট দের ক্যাম্পাসে ক্লাস করতে অসুবিধা হয় তাই ক্লাস গুলা হয়
বিজিএমই ভবনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মতে চারুকলা এবং
নাট্যকলা ইনস্টিটিউট এর মতো এখন Center for Business Administration এর
স্থায়ী ক্যাম্পাস হবে চট্টগ্রাম শহরে।জায়গা কেনার প্রক্রিয়াও চলছে। খুব
শীঘ্রই ক্যাম্পাস হবে। কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের র এমবিএ এবং ইভেনিং
এমবিএ? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় এ এমবিএ করতে
যেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
আপনি এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়ে এমবিএ,এবং দুই লক্ষ চব্বিশ হাজার
টাকা দিয়ে ইভেনিং এমবিএ কোর্স করতে। আর ক্লাস গুলো সব শীততাপ নিয়ন্ত্রিত,
প্রতিটি ক্লাসেই রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর আর ক্লাস নেন সব চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়েরর সব সিনিয়র শিক্ষকরা। অর্থাৎ লেকচারারদের ক্লাস নেওয়ার
সুযোগ নেই। আর Center for Business Administration এ পড়লে আপনি চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের সব ডিপার্টমেন্ট সেরা সব শিক্ষক
দের ক্লাস করার সুযোগ পাবেন যার সুযোগ মেইন ক্যাম্পাসে নেই। কারন মেজর
সাব্জেক্ট শুরু হবার আগ পর্যন্ত সব ডিপার্টমেন্ট এত সেরা সেরা শিক্ষক
গুলো ক্লাস নেন। ধরুন প্রথম সেমিস্টারে পাঁচটা সাব্জেক তার মধ্যে
Financial Management নেন ফিন্যান্স এর সালেহ জহুর স্যার কিংবা নাছিরুল
কাদের স্যার, Marketing Management নেন মার্কেটিং এর নাসির স্যার কিংবা
তানিয়া ম্যাডাম,, Managerial accounting নেন একাউন্টিং এর আব্দুর রহমান
স্যার কিংবা হারুনুর রশীদ স্যার Management Theory and practicce নেন
ম্যানেজমেন্ট এর শামীমা ম্যাডাম কিংবা হারিসুর রহমান স্যার,Operation and
Supply chain management নেন ম্যানেজমেন্ট এর স্বদীপ স্যার কিংবা খালেদ
আফজাল স্যারের মত স্যাররা। মেজর ভাগ হবার আগ পর্যন্ত সব ডিপার্টমেন্ট এর
সেরা সব স্যারদের ক্লাস করতে পারবেন আপনি। এখানে রয়েছে পাঁচটি
ডিপার্টমেন্ট ফিন্যান্স, একাউন্টিং,ম্যান েজমেন্ট,মার্কেটিং এবং অপারেশন
এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট উল্লেখ্য অপারেশন এন্ড সাপ্লাই চেইন
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটি মেইন ক্যাম্পাসে না থাকলেও চাকরির বাজারে
অধিক চাহিদার কারনে এখানে খোলা হয়েছে।
ভর্তি প্রক্রিয়া : সাধারনত বছরে দুই বার এডমিশান টেস্ট হয়। জুন মাসে এবং
ডিসেম্বর মাসে। জুন মাসের ফরম দেওয়া হয় মে মাসের শেষের দিকে আর ডিসেম্বর
মাসের ফরম দেওয়া হয় নভেম্বর এর শেষে। এডমিশান টেস্ট হয় জিম্যাট স্টাইলে
অর্থাৎ ঢাবির আইবিএ এর প্রশ্নের মতো। রিটেন এ টিকলে এর পর ভাইবা। আমার
পরিচিত মনির হোসাইন নামে এক বন্ধু আছে যে একবার রিটেন এ টিকেনি,এরপরের
বার সে আবার রিটেন পরীক্ষা দেয়,রিটেনে টিকে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস
সে ভাইবা তে টিকেনা। অতএব আপনাকে রিটেন প্লাস ভাইবা দুইটা তেই টিকতে হবে।
অর্থাৎ এডমিশান টেস্ট এর মান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।
এডমিশান টেস্ট ভেনু-
রিটেন-
ফ্যাকাল্টি অব বিজনেস এডিমিনিস্ট্রেশান(মেইন ক্যাম্পাস)
ভাইভা-
সেন্টার ফর বিজনেস এডিমিনিস্ট্রেশান(বিজিএমই ভবন)
সময়-
এমবিএ করতে তিন সেমিস্টার বা দেড় বছর, ইভেনিং এমবিএ করতে চার সেমিস্টার
বা দুই বছর লাগবে। এবং কোন সেশনজট নেই। এমবিএ এর সুযোগ শুধু বিবিএ
ব্যাকগ্রাউন্ড দের জন্য । আর ইভেনিং বিবিএ প্লাস নন বিবিএ ব্যাকগ্রাউন্ড
উভয়ের জন্য। ছবি এবং বিস্তারিত কমেন্টে....
অথবা ভিজিট করুন:--
www.cbs-cu.org
-(Collected)
Keyword: Chittagong University EMBA, MBA, BBA, Dhaka University IBA,
EMBA, BBA, CU IBA, EMBA, MBA cost
Friday, November 24, 2017
Thursday, November 16, 2017
জলপাই ফুলের মৃত্যু
আমার বন্ধু Naeemul Hasan এর 'জলপাই ফুলের মৃত্যু' নামের একটি বই বের
হয়েছে। বইটি ৩৩টি ছোট গল্প নিয়ে রচিত। এটি তার দ্বিতীয় বই। প্রথম বইয়ের
নাম 'অদ্রি' (উপন্যাস)। আমার এই প্রতিভাবাণ বন্ধুটি ছেলে বা বন্ধু হিসেবে
যেমন অসাধারণ, তেমনই অসাধারণ তার প্রতিটা গল্প, আর কবিতা। আমি তার গল্প,
কবিতা--দুটোরই ভক্ত। বিশেষ করে ওর প্রেমের কবিতাগুলো সত্যিই মনোমুগ্ধকর।
চবি'র শাটল নিয়ে ওর লেখা একটা চমৎকার গল্পের চরিত্র হিসেবে আমিও ছিলাম।
:D আশা করি এই বইয়ের গল্পগুলোও চমৎকার হবে।
.
পরীক্ষা নিয়ে দৌড়ের উপর থাকার কারণে বইটা এখনও কিনতে পারিনি। তবে ২-১
দিনের মধ্যেই কিনব ক্যাম্পাস থেকে। আমার বন্ধু তালিকায় যাঁরা বই পড়তে
ভালোবাসেন অথবা বইয়ের প্রতি আগ্রহ আছে তাঁদের প্রতি বইটা কিনে পড়ে দেখার
অনুরোধ রইল। আর যাঁদের বই কম পড়া হয় তারাও বইটা কিনতে পারেন। সবধরণের
পাঠকের কথা মাথায় রেখে গল্পগুলো অত্যন্ত সহজ আর প্রাঞ্জল ভাষায় লেখা
হয়েছে বলে সে জানালো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই লেখক
বন্ধুটির জন্য সবাই দোয়া করবেন যাতে আগামী প্রতিটা বইমেলায় সে আমাদের
নতুন নতুন বই উপহার দিতে পারে।
অনেক অনেক শুভ কামনা তোর জন্য। <3
.
বইটি যেখানে পাবেন-
১. বাতিঘর [জামালখান, প্রেসক্লাবের নিচতলায়]
২. অমর বইঘর [জিইসি মোড়]
৩. ইভা লাইব্রেরি [ওয়াসা মোড়, চট্টগ্রাম]
৪. নন্দন বইঘর [কলার ঝুপড়ি, চবি]
৫. এডুকেশন কেয়ার [শাহজালাল হলের সামনে, চবি]
.
আগামী বইমেলা ২০১৮ তে দাঁড়িকমা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
হয়েছে। বইটি ৩৩টি ছোট গল্প নিয়ে রচিত। এটি তার দ্বিতীয় বই। প্রথম বইয়ের
নাম 'অদ্রি' (উপন্যাস)। আমার এই প্রতিভাবাণ বন্ধুটি ছেলে বা বন্ধু হিসেবে
যেমন অসাধারণ, তেমনই অসাধারণ তার প্রতিটা গল্প, আর কবিতা। আমি তার গল্প,
কবিতা--দুটোরই ভক্ত। বিশেষ করে ওর প্রেমের কবিতাগুলো সত্যিই মনোমুগ্ধকর।
চবি'র শাটল নিয়ে ওর লেখা একটা চমৎকার গল্পের চরিত্র হিসেবে আমিও ছিলাম।
:D আশা করি এই বইয়ের গল্পগুলোও চমৎকার হবে।
.
পরীক্ষা নিয়ে দৌড়ের উপর থাকার কারণে বইটা এখনও কিনতে পারিনি। তবে ২-১
দিনের মধ্যেই কিনব ক্যাম্পাস থেকে। আমার বন্ধু তালিকায় যাঁরা বই পড়তে
ভালোবাসেন অথবা বইয়ের প্রতি আগ্রহ আছে তাঁদের প্রতি বইটা কিনে পড়ে দেখার
অনুরোধ রইল। আর যাঁদের বই কম পড়া হয় তারাও বইটা কিনতে পারেন। সবধরণের
পাঠকের কথা মাথায় রেখে গল্পগুলো অত্যন্ত সহজ আর প্রাঞ্জল ভাষায় লেখা
হয়েছে বলে সে জানালো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই লেখক
বন্ধুটির জন্য সবাই দোয়া করবেন যাতে আগামী প্রতিটা বইমেলায় সে আমাদের
নতুন নতুন বই উপহার দিতে পারে।
অনেক অনেক শুভ কামনা তোর জন্য। <3
.
বইটি যেখানে পাবেন-
১. বাতিঘর [জামালখান, প্রেসক্লাবের নিচতলায়]
২. অমর বইঘর [জিইসি মোড়]
৩. ইভা লাইব্রেরি [ওয়াসা মোড়, চট্টগ্রাম]
৪. নন্দন বইঘর [কলার ঝুপড়ি, চবি]
৫. এডুকেশন কেয়ার [শাহজালাল হলের সামনে, চবি]
.
আগামী বইমেলা ২০১৮ তে দাঁড়িকমা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
Subscribe to:
Posts (Atom)