আমার বন্ধু Naeemul Hasan এর 'জলপাই ফুলের মৃত্যু' নামের একটি বই বের
হয়েছে। বইটি ৩৩টি ছোট গল্প নিয়ে রচিত। এটি তার দ্বিতীয় বই। প্রথম বইয়ের
নাম 'অদ্রি' (উপন্যাস)। আমার এই প্রতিভাবাণ বন্ধুটি ছেলে বা বন্ধু হিসেবে
যেমন অসাধারণ, তেমনই অসাধারণ তার প্রতিটা গল্প, আর কবিতা। আমি তার গল্প,
কবিতা--দুটোরই ভক্ত। বিশেষ করে ওর প্রেমের কবিতাগুলো সত্যিই মনোমুগ্ধকর।
চবি'র শাটল নিয়ে ওর লেখা একটা চমৎকার গল্পের চরিত্র হিসেবে আমিও ছিলাম।
:D আশা করি এই বইয়ের গল্পগুলোও চমৎকার হবে।
.
পরীক্ষা নিয়ে দৌড়ের উপর থাকার কারণে বইটা এখনও কিনতে পারিনি। তবে ২-১
দিনের মধ্যেই কিনব ক্যাম্পাস থেকে। আমার বন্ধু তালিকায় যাঁরা বই পড়তে
ভালোবাসেন অথবা বইয়ের প্রতি আগ্রহ আছে তাঁদের প্রতি বইটা কিনে পড়ে দেখার
অনুরোধ রইল। আর যাঁদের বই কম পড়া হয় তারাও বইটা কিনতে পারেন। সবধরণের
পাঠকের কথা মাথায় রেখে গল্পগুলো অত্যন্ত সহজ আর প্রাঞ্জল ভাষায় লেখা
হয়েছে বলে সে জানালো। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই লেখক
বন্ধুটির জন্য সবাই দোয়া করবেন যাতে আগামী প্রতিটা বইমেলায় সে আমাদের
নতুন নতুন বই উপহার দিতে পারে।
অনেক অনেক শুভ কামনা তোর জন্য। <3
.
বইটি যেখানে পাবেন-
১. বাতিঘর [জামালখান, প্রেসক্লাবের নিচতলায়]
২. অমর বইঘর [জিইসি মোড়]
৩. ইভা লাইব্রেরি [ওয়াসা মোড়, চট্টগ্রাম]
৪. নন্দন বইঘর [কলার ঝুপড়ি, চবি]
৫. এডুকেশন কেয়ার [শাহজালাল হলের সামনে, চবি]
.
আগামী বইমেলা ২০১৮ তে দাঁড়িকমা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
No comments:
Post a Comment