Friday, September 6, 2024

মন্থর সময়

সবকিছু চলে গেছে দূরে.. অনেক দূরে।
আমি আছি.. আছি এক মন্থর সময়ের হাত ধরে।
ধীরে চলে আমার সেই সময়.. 
এতোই ধীরে যে—  উল্টে যায় সবার ক্যালেন্ডারের পাতা।
আসে নতুন প্রভাত, নতুন বছর, নতুন মুখ;
তবু, আমি থাকি সেই সেপ্টেম্বরেই পড়ে।
অথচ— 
সবকিছু চলে গেছে দূরে.. অনেক দূরে।
- Tareq I Imon

No comments:

Post a Comment