হাইরে আল্লাহ্!
মনে হয় এই Second Term পরীক্ষা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে!
আর ১টা মাত্র পরীক্ষা ছিল ৬ তারিখ, ওটা ৬ তারিখে হরতালের কারণে হয়নি।
নোটিস দিয়েছে ২৫ তারিখ হবে।
২৫ তারিখ সকালে শুনছি পরীক্ষা হবেনা। শুনে মাথাটা বিগ্ড়ে গেল। পরবর্তী
নোটিসে দিয়েছে ওটা ২৮ তারিখ হবে।
এবার ২৮ তারিখ এসে দেখা দিল হরতালের চাঁদ!
।।।।জয় বাঙালি।।।।
No comments:
Post a Comment