Friday, March 1, 2013

কোনো এক শীতের সকালে

কোনো এক শীতের সকালে,
কুয়াশা মোড়া সূর্যকে প্রশ্ন করেছিলাম--ভালবাসা কী..??

সূর্য বলেছিলো, আমার আলোয় ঝলসে উঠা এক ফোঁটা শিশির বিন্দুই ভালোবাসা। ।

সুন্দর কোনো এক বিকেলে, স্রোতস্বিনী কোনো নদীকে প্রশ্ন করেছিলাম-- স্বপ্ন কী..??

নদী বলেছিলো, সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের পানে ছুটে যাওয়াই স্বপ্ন। ।

নির্ঘুম এক রাতে,
মেঘমুক্ত নির্মল আকাশকে প্রশ্ন করেছিলাম--সুখ কী..??

আকাশ বলেছিলো, আমার বুকে হাজারো তারার ভীড়ে চাঁদের মিষ্টি হাসিটাই সুখ। ।

কোনো এক ব্যাথাভরা সন্ধ্যায়,
আমায় একজন প্রশ্ন করেছিলো--কষ্ট কী...??

আমি বলেছিলাম, হৃদয় উজাড় করে ভালোবেসে;
ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট!!

No comments:

Post a Comment