Wednesday, March 20, 2013

আবার ফুল ফুটবে বাগানে...

আবার ফুল ফুটবে বাগানে,
ভ্রমর তো ছুটে আসবে ফুলের ঘ্রাণে।
আমাকে তখনি পরবে মনে,
স্মৃতি গুলো পরবে মনে প্রতিটি ক্ষণে। চোখেতে জল আসতেও পারে…
তবুও কাঁদতে হবে তোকে নিরবে নির্জনে.…♥♥

No comments:

Post a Comment