Wednesday, March 20, 2013

মিথ্যা ভালবাসার অভিনয়

কাউকে কাছে পেয়ে হারানোর কষ্ট কতটুকু তা শুধু সেই মানুষগুলোই জানে,
যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে ।
আমি সেই কষ্টটাকে খুব কাছেথেকে দেখেছি ।

কিন্তু তুমি কি জানো আমি সেই কষ্ট কে ভুলে যাই,
হ্যাঁ আমি তোমার চলে যাওয়ার কষ্টটাকে ভুলে যাই যখন আমার মনে পড়ে যায়
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের কথাগুলো…।

No comments:

Post a Comment