Sunday, March 10, 2013

নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..

নির্ঝুম রাত, নিসতব্ধ পুরো শহর..
মাঝে মাঝে ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে
আর দু একটি গাড়ির শব্দ..
আর কান্নার ধ্বনি পাচ্ছি..
আমি কাদঁছি..ভিতর থেকে মন ডুকরে ডুকরে কেঁদে উঠছে..
কিনতু কেন কাদঁছি??নিজেকে প্রশ্ন করি !!! প্রতিরাত আমি অবিরাম কেদেই
চলছি...কিন্তু কেন?? আমি তো খুব ভালো আছি .. ভালো আছি তোমার স্মৃতি গুলোর
সাথে..
এখনতো অনেকেই আমাকে ভালোবাসতে চায়..আমার কষ্টগুলো মুছে দিতে চায়..একসময়
আমি তোমার ভালোবাসা পাওয়ার পিছনে ছুটেছি..তখনতো কারো ভালোবাসা
পাইনি়...তবে আজ
কেন ওরা আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার পথ চেয়েবসে আছে..আমি কারো
ভালোবাসা চাই না..
আমার মনে কোনো ভালোবাসা নেই..সব ভালোবাসা মরে গেছে আর কখনো আমার মনে এই
ভালোবাসা জেগে উঠবে না..তোমাদের বলছি ... আমি তোমাদের ভালোবাসার যোগ্য
নই..আমাকে ভালোবেসো না .

No comments:

Post a Comment