Wednesday, March 13, 2013

আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??

আজ কেন জানি তোমার কথা ভীষণ মনে পড়ছে,
তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমার দুচোখ ভিজিয়ে দিচ্ছে বারবার।
কষ্টে আমার বুকটা ভারী হয়ে আসছে,
কেন এমন হয় বলতে পারো তুমি??
আমাকে ছেড়ে কি তুমি অনেক সুখে আছো??

No comments:

Post a Comment