যদি কোন বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোখে ঘুম না আসে,
জানালার পাশে তুমি এসে দাঁড়িও।
ভুল করে যদি আমার কথা
মনে পরে যায়,
গ্রিলের ওপাশে দুটি হাত বাড়িয়ে দিও।
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমায় ছুঁয়ে দেবো,
তোমার মনে জমে থাকা সকল কষ্ট ধুয়ে দেবো।
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে ছুঁয়ে দেবো
তোমার কোমল নরম মুখটি।
নাহয় দমকা বাতাস হয়ে
ছুঁয়ে যাবো তোমার চুল।
বুঝে নিও তুমি
সেটি বৃষ্টি ছিলনা
ছিলাম আমি,
আমি কাঁদছিলাম
আমার সেই কান্নার জল গুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে
তোমায় একটু ছোঁবে বলে।
~~~ নিল অরণ্য ~~~
No comments:
Post a Comment