Thursday, March 21, 2013

যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।

যদি চলে যেতে চাও তাহলে পথ আগলে দাড়াব না।
বাধার দেয়াল ভেঙ্গে দিবো মুক্ত গগনে উড়ে যেতে
অবহেলা গুলো কবিতার ছন্দ হিসেবে ভেবে নিব
ভাসিয়ে দিব লেখা কোন ইতিহাসে,
গধুলী স্পর্শ মাখা কোন এক নদীর জলে।

No comments:

Post a Comment