আজ আমি একা বড় একা...
তুমি কি জানো এখনো আমি রাত জাগি...?
তবে তোমায় নিয়ে স্বপ্ন দেখে নয়...
আমি রাত জাগি তোমার স্মৃতির জোছনায়...
ভেবেছি চলে যাবো দূর অজানায়...
কেনো জানি এই পৃথিবীর মানুষ
গুলো ছাড়ে না আমায়...
তবুও জেনে রেখো আমি এখনো পথ চেয়ে থাকি "তোমার
স্বপ্নের অপেক্ষায়"
No comments:
Post a Comment