তুমি চলে যেতে পারবে
কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা,
স্মৃতিগুলোকে নিয়ে যেতে পারবেনা।
হয়ত তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালবাসাকে ভুলতে পারবেনা
প্রতিটি মুহুর্তে -- তোমাকে স্মরন
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে:'(
আমার এই নিঃস্বার্থ ভালবাসার জন্যে .... :( :( :'(
No comments:
Post a Comment