এখনো গভীর রাতে ফোন এলে চমকে উঠি....
মনে হয় এই বুঝি সব ভুলে তুমি ফোন করলে....
¤ফোন এর ম্যাসেজ টোনটা বেজে উঠলেই স্থির মন চঞ্চল হয়ে ওঠে....
হয়ত স্ক্রিনে ভেসে উঠবে তোমার
নাম.... একটা ছোট্র ম্যাসেজ Sorry....
¤কোথাও নাম্বার টিপে ফোন দিতে গেলেই আনমনে তোমার নাম্বারটাই চাপি....
¤বিশেষ দিনগুলো এখনো তোমায় নিয়ে সাজাই....
ভুলে যাই তুমি পাশে নেই....
¤তোমায় আর ভাবব না বলে অগোচর মনে তোমার কথাই ভেবে যাই....
ভুলে যাই তোমায় ভাবার পরিধি আজ আর আমার সীমার মাঝে আর নেই....
¤হঠাত্ হঠাত্ সুখের স্মৃতিগুলো মনে করে একা একাই হেসে ফেলি....
চেতনা ফিরে পেলে ভাবি পাগল হয়ে যাচ্ছি না তো!
¤এখনো প্রিয় নাম্বারটা তোমারই আছে বদলে ফেলার মত সাহস হয় না....
¤এখনো তোমায় ভেবেই দিন
কাটাই তুমিও কি থাকো আমারই মত.... আমারই প্রতিক্ষায়..??
No comments:
Post a Comment