ছাত্র জীবনের এই বিদায় বেলায়...
সোনালি অতীত দেখি স্মৃতির পাতায়...
এ ভার্সিটি জীবনের মধুময় দিন....
মনের মাঝে আজ চির অমলিন.....
কাটা পাহাড়ের পথ ধরেই হাটা....
থমকে ছিলো তখন ঘড়ির কাঁটা...
আজ যখনি তাকাই আমি পেছনে ফিরে....
আসে স্মৃতির কান্না ভেসে মনটি ঘিরে....
এই স্মৃতি টুকু সম্বল করে অবেলায়....
ইতিহাস হয়ে যাবো স্মৃতির পাতায়...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি...
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি...
দেখা হবে কি বন্ধু আবার এই ক্যাম্পাসে...
হাটা হবে কি বন্ধু চবির ঐ রাজপথে...
প্রিয়ো ক্যাম্পাসের এই রঙ্গিণ ভুবনে....
ছুটে আসতো সবাই চড়ে শাটল ট্রেনে...
শাটল ট্রেনের ঐ যাত্রা পথে....
গান হতো প্রাণ খুলে একই সাথে....
কিছু কিছু মনে ছিলো গভীর প্রণয়....
ক্লাস ফাঁকি দিয়ে হতো প্রেম বিনিময়....
এখনো কিছু মন আছে একাকী....
পাইনি খুঁজে তারা প্রেমের পাখি...
সেই দুঃখ, কষ্ট, মন ভাঙ্গা অভিমান...
স্মৃতির পাতায় আজ চির অম্লান...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি...
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি....
দেখা হবে কি বন্ধু আবার এই ক্যাম্পাসে...
গাওয়া হবে কি বন্ধু প্রাণ খুলে একসাথে...
মামুর দোকানে আর আলীর দোকানে...
আড্ডাবাজি হতো গানে গানে...
গ্রন্থাগারের ঐ সিঁড়ির থাকে...
বসাতো হবেনা তাই মনটি কাঁদে...
জারুল তলায় আর শহীদ মিনারে...
মন চাই ফিরে যেতে বারে বারে....
এই শিক্ষাজীবনে পাওয়া সবচেয়ে দামী...
শিক্ষাগুরুর সেই মধুর বাণী....
আজ বেলাশেষে চলে যাব ব্যথা নিয়ে মনে...
স্মৃতি হয়ে পড়ে রব এই চবির ভুবনে...
গেয়ে জীবনেরই গান,কত মধুর স্মৃতি....
সোনালী অতীত ফিরে পাওয়ার আকুতি....
দেখা হবে কি বন্ধু জীবনের কোন কালে....
ফেরা হবে কি বন্ধু কোন এক বিকেলে....???
#ইমামুল হাসান দৌলত
ইতিহাস বিভাগ,চবি....
এম.এ (২০১২-২০১৩) সেশন
No comments:
Post a Comment