Monday, August 28, 2017

ধর্ষকের ক্ষমতা

পুরুষের দৈহিক 'ক্ষমতা' রাজনৈতিক। সেই ক্ষমতা রাষ্ট্রের, টাকার ও দাপটের
ক্ষমতার সঙ্গে জোট বেঁধেই ধর্ষণের ক্ষমতা হয়ে ওঠে। এসব ক্ষমতাকে প্রশ্ন
না করে, ধর্ষণের সম্পূর্ণ বিচার সম্ভব নয়। এত সব ক্ষমতাকেন্দ্রের ছায়াতেই
কিছু কিছু পুরুষ ধর্ষক হয়ে ওঠে, যুদ্ধে, প্রেমে, সংসারে ও সমাজে। ধর্ষকের
জয়ের তালি এক হাতে বাজে না। আরেক হাত ক্ষমতার।
- ফারুক ওয়াসিফ | ০৯ মে ২০১৭, ১৮:৪৭

No comments:

Post a Comment