অামার (০৪.০৮.'১৭) অাজকের অভিজ্ঞতা:
.
টিউশনের উদ্দেশ্যে ট্রেন থেকে নামলাম ষোলশহর। রোড ফ্রি ছিলো যেহেতু
শুক্রবার ছিলো, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন এর সামনে ভীড় ঠেলে গিয়ে
দেখি একটা পাঁচ বছরের মতো হবে বাচ্চার বয়স,চোখে মুখে রক্ত। আর একজন ৫৫+
অসহায় লোক সেন্সলেস। একজন মহিলা "মামা" বলে বলে চিৎকার করছেন। মেডিকেল কে
নিয়ে যাবে বলে বলে এদিক ওদিক করছেন। ভীড় ঠেলে বললাম, চলেন আমি নিয়ে যাবো।
সো, গেলাম চমেক এর "জরুরী বিভাগে'"। যা হলো তা ভিডিও বা ছবি তুলার
অবস্থায় ছিলাম না। কারণ, আমি তব্ধ ছিলাম।
ফরমালিটিজ শেষ করতে আমার ১২০ টাকা যায় দুইজন রোগীর জন্য। হাতে ছিলো আমার
কাছে ৭০।
প্রথম আয়া বলে ৫০/- দেন।
আমি বললাম,আছে তো মাত্র ৭০/-। ২০ টাকা নিন।
বি.দ্র: জরুরি থেকে মাত্র ক্যাসুয়াল্টি গেলো আয়া টা। সাথে আমিও রোগীর
ভ্যান টানছি।
আয়াটা বলে "ভ্যানে তুলছেন কেনো?টাকা না থাকলে।" বলেই আমার হাত থেকেই ৫০/-
নোট নিয়ে চলে যায়।
ড. ক্যাসুয়াল্টি তে প্রেসক্রিপশন লিখছে অন্য আয়া হাতে নিয়ে বলে,
আমাকে তো ১০০/- দিতে হবে। আছে টাকা?
আমি থ!!!
আমি বললাম, আপনি নিয়ে যাবেন,টাকা না থাকলেও।
আয়া আমাকে বলে,আপনার চাকর না। বলে হুইল চেয়ার ঘুরিয়ে চলে যায়। পাশে কেউ
বলছে, টাকা দিবে তুলেন।
তুলার পরে বলে, টাকা দেখান। কয়েক কদম নেয়ার পরে রোগী কে পিছনে নিয়ে
আসে।টাকা ছাড়া নিবে না।বিকাশ করে টাকা তুলে,টাকা হাতে দিয়ে তারপর রোগী
নিয়ে যায়। আমি ততক্ষণে লেফ্ট করি,কমপ্লেইন করার জন্য। একটা স্টাফও আমাকে
"ওয়ার্ড মাস্টার" অফিস দেখায় দিচ্ছিলো না,কমপ্লেইন করবো বলে।
শেষ পর্যন্ত ড. কে জিজ্ঞেস করে খুঁজে নিলাম। দেখলাম শুক্রবার বলে ডিউটি
তে নেই। পরে জরুরি তে এসে একজন স্টাফ কে জিজ্ঞেস করলাম, ওই স্টাফের(১ম
আয়া) নাম কি?
ওনি রেগে বলেন,আমি কেনো বলবো? আপনি গিয়ে জিজ্ঞেস করেন।
গেলাম। আপনার নামটা?
আমার নাম দিয়ে আপনার কি? কমপ্লেইন করতেন? কিচ্ছু করতে পারবেন না।
আমি অবাক হলাম। হায় রে! তাদের কত পাওয়ার। আমাদের টেক্সে ঝাড়ুদার থেকে
মেডিকেল এর ডিরেক্টর পর্যন্ত চলছে। আর,সাধারণ মানুষগুলোর এক ফোঁটা দাম
নেই। রোগী মরে যাচ্ছে। কে শুনে কার কান্না? দুর্ব্যবহারে,ডাকাতিতে পুরো
চমেক ভরে গেছে।
#Justice মরে গেছে?
না, আমি বলবো মরেনি।
হিউম্যান রাইট কাউন্সিলের সাথে কথা বলেছি। পূর্বকোণ এবং আজাদীর সাথে কথা
হয়েছে। তারপরও যদি আমাদের সচেতনতা বাড়ে! সবাই প্রতিবাদ করলে হয়ত আজকে এই
অবস্থায় পরতাম না। তারপরও যদি, আমাদের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার
ক্ষমতা টা জাগ্রত হয়!!!
কোথায় নাকি প্রাণ বাঁচানোর জন্য মানুষ মেডিকেল যায়!! আজকে আমার সাথে
হয়েছে! হয়ত অপরিচিত ছিলো আমার। কিন্তুু, মানুষ তো। কালকে অজান্তেই খোদা
না করুক।আপনার স্বজনদের সাথে হতে পারে।এমন জরুরী বিভাগে আয়াদের কারণে
আপনার কারও প্রাণও চলে যেতে পারে।
#Raise_ur_voice
#Do_for_justice
- Mariam Shaki
On 7/17/17, Tareq I Imon <tareqimon@gmail.com> wrote:
> একটা কথা প্রচলিত , লোক প্রশাসন বিষয়ে যারা পড়তে আসে তারা পড়তে আসার আগে
> এই বিষয় টা সম্পর্কে একরকম অজ্ঞই থাকে। আমরা যারা পড়ছি তারা এখন হয়তো
> জানি লোক প্রশাসন সাবজেক্ট টা আসলে কি নিয়ে আলোচনা করে, জব সেক্টরে এর
> চাহিদা কেমন। এখন সেটা নিয়েই কিছু বলি, লোক প্রশাসন মূলত রাষ্ট্রবিজ্ঞান
> সাব্জেক্ট থেকে জন্ম নিয়েছে। এই বিষয়টি সাধারনত সামাজিক বিজ্ঞান অনুষদে
> পড়ানো হয়ে থাকে। সাব্জেক্টটা অনেকটাই ব্যবহারিক একটা সাব্জেক্ট। অন্য
> সাব্জেক্টগুলোর মত একঘেয়েমি পড়াশোনা নাই। বলা যায় সরাসরি চাকরির
> প্রস্তুতি। বিসিএসের সিলেবাস এর অনেকটাই পড়া হয়ে যায় এই সাব্জেক্টের
> শিক্ষার্থীদের। এত যে হোমরা চোমরা সচিব আর প্রশাসনের কর্তাব্যক্তি আছে
> সবার কিন্তু চাকরি তে জয়েন এর আগে লোক প্রশাসনের উপর কোর্স করতে হয়েছে।
> তাছাড়া বিসিএস প্রশাসন পাওয়া ক্যান্ডিডেটরা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে
> বাইরে দেশে কিন্তু লোক প্রশাসনের উপরই পড়তে যায়। প্রতিটা সেক্টরই
> মোটামোটিভাবে এই সাব্জেক্টের জন্য উন্মুক্ত। হাসপাতালে জব করবেন? তাও আছে
> প্রশাসনিক কর্মকর্তা নামে সুন্দর একখান পদ। বাইরে যাবেন? লোক প্রশাসন
> নিয়ে প্রায় সবগুলো দেশেই যাওয়া যায়। বিসিএস? এখনো লোক প্রশাসনের
> শিক্ষার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। রেডিও টেলিভিশন? এখানেও লোক প্রশাসনের
> শিক্ষার্থীরা দখল করে রেখেছে । প্রাইভেট সেক্টরে প্রায় প্রতিটা
> কোম্পানীতেই HR নামে রয়েছে সম্মানীয় পদ, যেখানে এপ্লাই করলে লোক প্রশাসন
> আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই লোক
> প্রশাসনের শিক্ষার্থীদের জন্য রয়েছে যথেষ্ট সুযোগ ।
> -(সংগৃহীত এবং পরিমার্জিত)
> .
> Keyword: লোকপ্রশাসন, বাংলাদেশ লোকপ্রশাসন, লোকপ্রশাসন পড়ে কী করবো,
> লোকপ্রশাসন পড়ে কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ,
> লোকপ্রশাসন জব সেক্টর, লোকপ্রশাসন চাকরিক্ষেত্র, Public Administration
> job sector in Bangladesh লোক প্রশাসন, জন প্রশাসন
>
No comments:
Post a Comment