অতীতের কোনো স্মৃতি মনে পড়ে সেখানে আবার ফিরে যাওয়ার ইচ্ছা, বা কোনো
ভুলের জন্য নিজের মাঝে অনুসূচনা —কোনোটির প্রতি আমার টান বা আগ্রহ নেই।
অতীত কোনো মুহূর্তকেই আমার ফিরে পেতে চাইবার মতো মনে হয় না। ভাবছি,
মানুষের বর্তমানটা অমধুর হলেই কি অতীতকে তার আপন মনে হয়? তবে, আমার
বর্তমান কি ততটা অমধুর নয়? —সেই প্রশ্নেরও কোনো উত্তর নেই মনে..।
- Tareq I Imon
No comments:
Post a Comment