"Jack of all trade, master of Development"
"শুধু অর্থনৈতিক উন্নয়ন মানেই উন্নয়ন নয়" ধারণাটির উপলব্ধি থেকেই পড়াশোনা বা গবেষণার নতুন বিষয় Development Studies (DS) এর জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক বাস্তবতার প্রয়োজনে বহির্বিশ্বে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও গবেষণার শুরু বলা যায়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান এবং ঢাবির নামকরা কিছু প্রফেসর মিলে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগটির মর্ম ও প্রয়োজনীয়তা বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বিভাগটির মাস্টার্স প্রোগ্রাম ও পরবর্তীতে অনার্স কোর্স চালু করেন।পরবর্তীতে ধীরে ধীরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়,Bangladesh University of Professionals (BUP), ইসলামী বিশ্ববিদ্যালয়,হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Development Studies বিভাগটি চালু হয়।
সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো সুনির্দিষ্ট একটি বিষয়ের উপর ফোকাস করে। কিন্তু একঘেয়ে পড়ালেখা আর নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ সীমাবদ্ধ নয়। এটি একটি Multidisciplinary বিষয়। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, সমাজবিজ্ঞান, সংস্কৃতি, মানবসম্পদ ব্যবস্থাপনা, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা, পাবলিক পলিসি নির্ধারণ ও বাস্তবায়ন, জেন্ডার ও উন্নয়ন, যোগাযোগ, উন্নয়নের কৌশল, গবেষণা পদ্ধতি ও প্রয়োগ, বাজেট ব্যবস্থাপনাসহ মানব উন্নয়নের সব বিষয়ে ইন ডেপথ জানার সুযোগ পায় শিক্ষার্থীরা। একসাথে জ্ঞানের অনেকগুলা শাখায় ভ্রমণের সুযোগ এখানে পাওয়া যায়। উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীদের তত্ত্ব ও তার প্রয়োগের মাধ্যমে কীভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করা সম্ভব তা শেখানো হয়।
♦Opportunities?
-উচ্চশিক্ষার জন্যে Scholarship নিয়ে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ অনেক বেশি।
-বিসিএস, ব্যাংক জবসহ সকল সরকারি জবতো সবার জন্যেই খোলা। বহুমাত্রিক এবং প্রায়োগিক বিষয় হওয়াতে ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্টরা সরকারি জবের এক্সামেও এগিয়ে থাকে। আবার বহুমাত্রিক বিষয় হওয়াতে ডেভেলপমেন্ট স্টাডিজের জব সেক্টরও বহুমাত্রিক। CPD, BIDS সহ নামকরা সব গবেষণা প্রতিষ্ঠান, UN, UNDP, UNICEF, IDB, ADB, IMF, World Bank, JICA, Save the Children, OXFAM, Action Aid, CARE সহ আরো অনেক দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও এনজিওতে গুলোতে প্রায়োরিটি পাবে DS এর শিক্ষার্থীরাই।
♦Department হিসাবে Development Studies অন্যদের থেকে কেন আলাদা?
-বিশ্বায়নের যুগে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও চাকরির বাজারে প্রতিযোগিতার কথা চিন্তা করে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট ফোকাস করে কোয়ালিটির উপর। শিক্ষার্থী সংখ্যা কম রেখে শিক্ষার্থীদের শিক্ষার মানের দিকে গুরুত্ব দেয়। যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট ১২০-১৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয় সেখানে ডেভেলপমেন্ট স্টাডিজে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়।
♦চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ?
২০১৭-২০১৮ সেশনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.ফরিদ উদ্দীন আহমেদ স্যারের নেতৃত্বে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সূচনা হয়৷ উপস্থাপনা, ভাষাজ্ঞান, স্মার্টনেস, সৃজনশীলতার উপর গুরুত্বারোপ করে নতুন বিভাগ হয়েও অন্যান্য বিভাগের সাথে সম্মানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বেশ সমীহ আদায় করে নিয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ, পাচ্ছে সকল ধরণের সুযোগ সুবিধা।
•সুসজ্জিত ডিপার্টমেন্ট অফিস, ক্লাসরুম, সেমিনার তো থাকছেই।
•ঢাবির DS থেকে গ্রাজুয়েট শিক্ষকবৃন্দের সাথে নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.ফরিদ উদ্দীন আহমেদ স্যার বর্তমানে বিভাগটির নেতৃত্ব দিচ্ছেন। সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেত নাম করা প্রফেসরবৃন্দ গেস্ট ফ্যাকাল্টি হিসেবে থাকছেই।
• চবিতে হাতে গোনা কিছু বিভাগে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়ানো হয়,যার মধ্যে Development Studies অন্যতম।
• স্টুডেন্ট সংখ্যা কম হওয়ায় (৩০জন) শিক্ষকরা সবাইকেই আলাদাভাবে টেক কেয়ার করতে পারে।
•প্রায়ই শুধুমাত্র DS কে নিয়েই সেশন করানো হয়। যে সেশনে গেস্ট লেকচারার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভাইট করা হয় স্টুডেন্টদের সাথে নলেজ শেয়ারিং এর জন্য। তাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছে শিক্ষার্থীরা।
•DS এর শিক্ষার্থীরা পিছিয়ে নাই কোনো Club আর co-curricular activities এ।
এছাড়াও DS এর শিক্ষক, সিনিয়র-জুনিয়র, ব্যাচমেট বন্ডিংটা অন্যদের জন্যে ঈর্ষনীয়। শিক্ষকরা খুবই আন্তরিক আর কেয়ারফুল। আমরা যেকোনো উদ্যোগ নিলে তারা সবসময় আমাদেরকে সাপোর্ট দেন,স্বেচ্ছায় ফাইনান্সিয়ালি হেল্প করেন। কেউ দুইদিন ক্লাসে না আসলেই খোজ নেয়। মাঝে মাঝে ট্রিটও দেয়।আর হ্যা, এই রিভিউটার কারেকশনেও হেল্প করেছে।জোস না?
আর সিনিয়র জুনিয়র রিলেশন? অন্য কোনো ডিপার্টমেন্টের কারোর কাছে শুনলেই জানতে পারবে। এইতো, গত রাতেই রাইসুল ভাইয়ের জন্মদিনে তাদের ফ্লাটে হানা দিলাম ১৫-২০ জন মিলে। পেট ভরে না খেয়ে, একসাথে বসে গান আর আড্ডা না দিয়ে ফিরে আসেনি।
আসন সংখ্যা মাত্র ৩০ টা। কত সিরিয়াল পর্যন্ত Development Studies পাওয়া যাবে এটা বলা যাচ্ছে না, তবে তোমাকে সিরিয়ালে শুরুর দিকেই থাকতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্যে আসন সংখ্যা যথাক্রমে ১২,১২ ও ০৬ টি। নিঃসন্দেহে Development Studies কে তোমার চয়েস লিস্টের Top 3 পজিশনে রাখতে পারো। গতবছর ৬৭ তম সিরিয়াল সহ ২০০তম এর মধ্যে থেকে অনেকেই DS নিয়েছিলো।
♦এবার একটু Negative দিক আলোচনা করি?
তুমি যদি ম্যাথ বা ইকোনমিকসে দুর্বল হও তাহলে Development Studies কে স্কিপ করো। এখানে তোমাকে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্সের মত কোর্সগুলোর মুখোমুখি হতে হবে। যদি ভাবো যে ভার্সিটিতে উঠলে পড়ালেখা নাই,শুধু চিল মারবো পরীক্ষার আগের রাতে পড়ে ৩.৫ পাবো তাহলেও এই ডিপার্টমেন্ট তোমার জন্যে না। আর অবশ্যই অবশ্যই এখানে সব এক্সাম ইংরেজিতে দিতে হবে। এটাও মাথায় রাখতে হবে।
তাছাড়া পড়ালেখার মধ্যে মজা পেতে চাইলে তোমার জন্যে ডেভেলপমেন্ট স্টাডিজ। ডেভেলপমেন্ট স্টাডিজ একঘেয়ে আর নিঃরস না।তোমাকে মেন্টালি গ্রো করতে ও অনেক কিছু জানতে সাহায্য করবে।
You are welcome to DS :)
ধন্যবাদ শোয়াইব স্যার,তন্ময় স্যার যারা সাহায্য করেছিলেন রিভিউ লিখতে
-- Rabby Dipto
Development Studies,
University of Chittagong
Keywords:
সাবজেক্ট রিভিউ উন্নয়ন অধ্যয়ন
Subject Review Development Studies
সাবজেকট রিবিউ উন্নয়ন অধ্যয়ন
বিষয়: উন্নয়ন অধ্যয়ন
উন্নয়ন অধ্যয়ন জব
ডেভেলপমেন্ট স্টাডিজ স্টাডিস স্টাডি ষ্টাডি জব সেক্টর
উন্নয়ন অধ্যয়ন চাকরি চাকরী
উন্নয়ন অধ্যয়ন পড়ে কি করব
উন্নয়ন অধ্যয়ন পড়ে কী করবো
উন্নয়ন অধ্যয়ন কেমন সাবজেক্ট
উন্নয়ন অধ্যয়ন বাংলাদেশে চাকরি
উন্নয়ন অধ্যয়ন পড়াশোনা
requirements qualifications Development Studies
বিশ্ববিদ্যালয় ভর্তি উন্নয়ন অধ্যয়ন
University admission subject Development Studies
Development Studies job sectors in Bangladesh
Development Studies job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ
Chittagong University Development Studies department
The University of Chittagong