Thursday, November 28, 2019

সাবজেক্ট রিভিউ: নৃবিজ্ঞান (Subject Review: Anthropology

বাংলাদেশ ও বিদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সর্বক্ষেত্রে প্রয়োজনী বিষয় হল নৃবিজ্ঞান। আক্ষরিক অর্থে নৃবিজ্ঞান মানুষ বিষয়ক বিজ্ঞান। কিন্তু মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলির চেয়ে এর পরিধি ব্যাপকতর। বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা মানুষ নিয়ে এই বিজ্ঞানে গবেষণা করা হয়। লক্ষ কোটি বছর ধরে মানুষের বিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশের গবেষণাও নৃবিজ্ঞানের আওতায় পড়ে। নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণাকরা হয়। বিভিন্ন জাতের মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা নৃবিজ্ঞানীদের গবেষণার বিষয়। নৃবিজ্ঞানীরা কোন একটি বিশেষ মানব সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য চিহ্নিত করতে ও সেগুলি ব্যাখ্যা করতে চেষ্টা করেন। এই বৈশিষ্ট্যগুলি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য বা সামাজিক রীতিনীতি হতে পারে।নৃবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা হল দৈহিক নৃবিজ্ঞান। দৈহিক নৃবিজ্ঞানে পৃথিবীতে মানুষের আবির্ভাব ও পরবর্তীতে তাদের শারীরিক বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। নৃবিজ্ঞানের দ্বিতীয় প্রধান শাখা হল সাংস্কৃতিক নৃবিজ্ঞান। সাংস্কৃতিক নৃবিজ্ঞান আবার তিনটি উপশাখায় বিভক্ত প্রত্নবিজ্ঞান, নৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞান ও জ্যোতিবিজ্ঞান। এই তিনটি উপশাখাই মানুষের সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এগুলো থেকে কোন নির্দিষ্ট সমাজের চিন্তাধারা ও আচরণের রীতিনীতি বুঝতে পারা যায়। নৃবিজ্ঞানের গবেষণা মানুষকে সহিষ্ণু হতে সাহায্য করে। অন্য জাতির লোক কেন সাংস্কৃতিক ও দৈহিক দিক থেকে আলাদা আচরণ করে? নৃবিজ্ঞান তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। যেসব সাংস্কৃতিক রীতিনীতি ও কাজকর্ম আমাদের কাছে ভুল বা অশোভন মনে হতে পারে, সেগুলি হয়ত বিশেষ পরিবেশগত বা সামাজিক অবস্থার জন্য অভিযোজনের ফসল।মানুষ কি করে? কেন করে? কিভাবে করে? এর ফলাফল কি? নানা প্রশ্ন নিয়ে নৃবিজ্ঞান কাজ করে। সমাজবিজ্ঞান যেমন সমাজের সকল সমস্যা-বিষয় নিয়ে কথা বলে, তত্ত্ব দেয় ঠিক তেমনি মানুষ নিয়ে নৃবিজ্ঞানের কাজ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই নৃবিজ্ঞানীদের অবাধ বিচরণ প্রয়োজন আছে। নৃবিজ্ঞান একটি ডিসিপ্লিন হলেও এর জ্ঞানকান্ডের পরিধি অনেক বেশি। এটি অধ্যায়নে সমগ্র-বিষয়কে সস্পৃক্ত করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নৃবিজ্ঞানের প্রয়োজন রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি সামাজিক নৃবিজ্ঞান সম্পর্কে অবগত হতেন তাহলে দেশের পরিস্থিত অস্থিতিশীল হতো না। মানব জাতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, নৃবিজ্ঞান একে-অপরকে চিনিয়ে দেয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের এ বিষয়ের আছে বহুমুখি পেশা। এত পেশা অন্যকোন ডিসিপ্লিনে নেই। পেশাগগুলো উপভোগ্য। বাংলাদেশে আপনি শিক্ষা ও প্রশাসনিক সেক্টরে অবস্থান নিতে পারবেন। প্রত্নতত্ত্ব, স্বাস্থ্য, জাদুঘর, প্রজেক্ট ডিজাইন, জানস্বার্থে উন্নয়ন প্রজেক্ট, আন্তর্জাতিক সম্পর্ক, গণমাধ্যম, সামাজিক সংস্থা, উন্নয়ন সংস্থা, পরিবেশ ও প্রতিবেশমূলক, অপরাধ বিষয়ক, ফরেন্সিক বিভাগ, বিমান শিল্প, গার্মেন্স শিল্প, মনোবিদ্যা, জৈবপ্রযুক্তি, রোগতত্ত্ব। বলতে পারেন এ সব বিষয়ে যে কোন বিষয়ের উপর ডিগ্রি নেয়া লোকই আসতে পারে। পারে, তবে পেশার এসব সেক্টরগুলো নৃবিজ্ঞানির জন্য উপযোগী। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ শুধুমাত্র নৃবিজ্ঞানই যথার্থভাবে কাজ করে থাকে।

(সংগৃহীত)

Keywords: 
সাবজেক্ট রিভিউ নৃবিজ্ঞান 
Subject Review Anthropology
সাবজেকট রিবিউ অ্যানথ্রপলজি 
বিষয়: নৃবিজ্ঞান ন্রি বিজ্ঞান ন্রিবিজ্ঞাব নৃ-বিজ্ঞান
নৃবিজ্ঞানজব 
নৃবিজ্ঞান জব সেক্টর
নৃবিজ্ঞান চাকরি চাকরী
নৃবিজ্ঞান পড়ে কি করব
নৃবিজ্ঞান পড়ে কী করবো
নৃবিজ্ঞান কেমন সাবজেক্ট
নৃ বিজ্ঞান বাংলাদেশে চাকরি
নৃবিজ্ঞান পড়াশোনা
requirements qualifications Anthropology
বিশ্ববিদ্যালয় ভর্তি নৃবিজ্ঞান   
University admission subject Anthropology
Anthropology job sectors in Bangladesh
Anthropology job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ
Chittagong University Anthropology department
The University of Chittagong

No comments:

Post a Comment