এ বিভাগের পাঠ্যক্রমের মধ্য উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে অপরাধবিজ্ঞানের পরিচিতি, অপরাধ বিজ্ঞানের তত্ত্ব, অপরাধ বিজ্ঞান নিয়ে গবেষনা পদ্ধতি, অপরাধ বিজ্ঞানের ইতিহাস, কিশোর অপরাধ, সন্ত্রাসবাদ, ভিকটিমোলজী, অপরাধের সমসাময়িক ত্তত্ব ও ইস্যুজ, অপরাধীয় বিচার ব্যাবস্থা, সাইবার ক্রাইম, ক্রাইম ম্যাপিং সহ নানা যুগোপযোগী কোর্স।পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রন ও অপরাধের কারন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রোর ইস্যুজ ইন পুলিশিং, পেনাল কোড, এভিডেন্স এক্ট, ইনফরমেশন টেকনোলজি, ক্রিমিনাল ল’, ফরেনসিক সায়েন্স ইত্যাদি বিষয় এ বিভেগের পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত।
দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে পড়ার পর সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব। এ বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ বাহিনী, বিভিন্ন বিসিএস ক্যাডার, এনএসাইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন,সিকিউরিটি প্রতিষ্ঠান, দেশীয় ও আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ নানা সেক্টরে চাকুরীর সু্যোগ রয়েছে।
দেশের বাইরে বললে ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস ইনস্টিটিউট নামে রয়েছে জাতিসংঘের স্বতন্ত্র প্রতিষ্ঠান। এছাড়া ইউনাটেড নেশনস অফিস অফ ড্রাগ এন্ড ক্রাইম (ইউএনওডিসি), ইন্টারপোল, ইউনিসেফ, ইন্ট্যারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন, ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে ইন্টার্নশীপ ও কাজের সুযোগ আছে এ বিভাগে পড়ার মাধ্যমে। এ বিভাগের ছাত্রছাত্রীদের ইউনাটেড নেশনস অফিস অফ ড্রাগ এন্ড ক্রাইম (ইউএনওডিসি), ইউনিসেফ, ইউএনডিপি, ইন্ট্যারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন, ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে কাজের সু্যোগ রয়েছে।
(সংগৃহীত)
Keywords:
সাবজেক্ট রিভিউ পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি পুলিশ বিজ্ঞান ও অপরাধতত্ত্ব অপরাধ বিজ্ঞান
Subject Review Police Science and Criminology
সাবজেকট রিবিউ পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি অপরাধতত্ত্ব বিভাগ
বিষয়: পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি জব
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি জব সেক্টর
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি চাকরি চাকরী
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি পড়ে কি করব
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি পড়ে কী করবো
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি কেমন সাবজেক্ট
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি বাংলাদেশে চাকরি
পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি পড়াশোনা
requirements qualifications Police Science and Criminology
বিশ্ববিদ্যালয় ভর্তি পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি
University admission subject Police Science and Criminology
Police Science and Criminology job sectors in Bangladesh
Police Science and Criminology job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি বিভাগ
Chittagong University Police Science and Criminology department
The University of Chittagong
মানবিক বিভাগ থেকে এই বিষয় নিয়ে পড়া যায়...??
ReplyDeleteজ্বি। পড়া যায়।
Delete