Review 1.
কেন পড়বেন সমাজবিজ্ঞানে :
সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা বিজ্ঞান সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের জ্ঞান একজন শিক্ষার্থীকে এমন ভাবে প্রস্তুত করে যাতে সে, সমস্যাগ্রস্ত ব্যক্তির মনো- সামাজিক সমস্যা দূর করেতে সমর্থ হয়। এছাড়া সমস্যাগ্রস্ত দল, পরিবার ও সম্প্রদায়ের এমনভাবে সাহায্য করেন যেন তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে। যে কারণে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা সমাজের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন। সমাজকর্মী হিসেবে পেয়ে থাকেন বিশেষ মর্যাদা।
সামাজিক সেবা প্রদান পরিচালনা, উন্নয়নশীল নীতি ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার সুযোগ হয়। কাজের মাধ্যমে সমাজকর্মী হিসেবে দেশে- বিদেশে সমাদৃত হন। কেউ কেউ পেয়ে যান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতি। কাজের সুবাদে ঘুরে বেড়াতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে।
এ বিষয়ে পড়াশুনা শেষে আছে বিভিন্ন কর্মের হাতছানি। সমাজবিজ্ঞানে ডিগ্রীধারী শিক্ষার্থীদের রয়েছে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি দাতব্য এবং অন্যান্য বেসরকারি সংস্থায় পেশাগতভাবে কাজ করার সুযোগ।
অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক, দেশি ও স্থানীয় এনজিওগুলোর বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ পেয়ে থাকেন।
কাজের ধরণঃ
গবেষণা, উন্নয়ন, প্রোগ্রাম, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিভাগ, মানবসম্পদ উন্নয়ন। এছাড়া সোশ্যাল গবেষণা প্রতিষ্ঠানের অধীনে গবেষক, সহকারী গবেষক, মাঠ গবেষণা পর্যবেক্ষক, পর্যবেক্ষক, গবেষণা পদ্ধতি উন্নয়নকারী, তথ্য সংগ্রহকারী এবং গবেষণা প্রতিবেদক হিসেবেও কাজ করতে পারেন।
একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যেমন ইউএনডিপি, ইউনেসকো, ইউনিসেফে চাকরি করে আন্তর্জাতিক স্কেলে বেতন প্রাপ্ত হন।
স্টুডেন্টরা জানতে চায়, "সমাজবিজ্ঞান পড়লে চাকরির ক্ষেত্র কেমন?"
সমাজকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানার জন্য সমাজবিজ্ঞান একটি অসাধারণ ক্ষেত্র। সমাজবিজ্ঞান পাঠ করলে সমাজের বিভিন্ন দিক সম্পর্কে, পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। এখন আসল কথা হলো জ্ঞান নয়, সমাজবিজ্ঞান পড়লে ভবিষ্যতে কাজের সুযোগ কেমন, কোন কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। নবীনদের জন্য বলতে চাই, সমাজবিজ্ঞান পড়ে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ আছে।
প্রথমে বিসিএস সহ প্রায় সকল সরকরি চাকরির দুয়ার খোলা,বাংলাদেশ ব্যাংক সকল সরকারি ব্যাংকে চাকরির সুযোগ আছে। যারা স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে চায়, তাদের জন্য অনেক ভালো সুযোগ আছে। সেক্ষেত্রে দরকার ভালো সিজিপিএ, ভালো ielts স্কোর, এবং দুই একটি রিসার্চ পাবলিকেশন থাকলে সম্ভাবনা আরো বেড়ে যাবে। দেশি-বিদেশি এনজিওতে এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞানের স্টুডেন্টদের ভালো চাকরির সুযোগ আছে, সেক্ষেত্রে কম্পিউটার এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে, গবেষণার জ্ঞান ও অনেক উপকারে আসবে।কেউ যদি শিক্ষকতায় আসতে চায় তার জন্য বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, প্রাইভেট ভার্সিটিতে ভালো সুযোগ আছে।
(সংগৃহীত)
Review 2.
অনেকে একে সমাজবিজ্ঞান বলে ভুল করে থাকেন সমাজবিজ্ঞান বলতে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোন বিষয়কেই বুঝায়। সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞানের অন্যতম বিষয়। এই অনুষদের সবচেয়ে বড় বিভাগ হল সমাজতত্ত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এই বিভাগেরই শিক্ষক। এছাড়াও উপমহাদেশের অন্যতম প্রধান সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এই ডিপার্টমেন্টরই সাবেক শিক্ষক। এই ডিপার্টমেন্টে রয়েছে নিজস্ব সেমিনার ও কম্পিউটার ল্যাব। বিশ্বায়নের এই যুগে ক্ষনে ক্ষনে বদলে যাওয়া সমাজ সমাজতত্ত্ব না জানলে চেনা যাবেনা। বিভিন্ন বিখ্যাত বিপ্লবি যেমন কাল মারক্স, মেক্স ওয়েবার,ইমিল ডুরখেইম,ভি.আই. লেনিন কিভাবে সমাজকে অনাচারমুক্ত ও মানবিক করতে প্রয়াস চালিয়েছেন তা সমাজতত্ত্ব আপনাকে শেখাবে। সমাজতত্ত্ব আপনার জন্য যেই অবারিত জব সেক্টর খুলে রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
#বিসিএস : অন্য বিষয়ের মত সমাজতত্ত্ব পাশ করেও আপনি বিসিএসের মাধ্যমে উচ্চশ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগ পেতে পারেন।
#এনজিও: কক্সবাজারে এখন শত শত দেশী বিদেশী এনজিওর ঢ্ল নেমেছে যেখানে মুলত সমাজতত্ত্বই মুল অপশন।
#ব্যাংক: বাংলাদেশ ব্যাংকসহ অন্য ব্যাংকে সমাজতত্ত্ব পাশ করে আবেদন করতে পারেন।
#গবেষক হিসেবে : বিভিন্ন কম্পানির বিভিন্ন গবেষণার কাজে অসংখ্য গবেষক লাগে যা সমাজতত্ত্ব থেকে নেয়া হয়।
#শিক্ষকতা: সমাজতত্ত্ব পাশ করে আপনি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়জিত হয়ে শিক্ষকতার মহান পেশা বেছে নিতে পারেন।
সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.এস. এম. মনিরুল হাসান খুবই আন্তরিক। এখন ৫ বছরেই আপনি গ্রেজুয়েশন শেষ করতে পারবেন। সমাজতত্ত্ব বিভাগে প্রতি বছর ৩.৫০+ সিজিপিএ উঠে।পরিসংখ্যান,সামাজিক গবেষণা, ফিল্ড ওয়ারক,মনগ্রাফ খুব সহজেই ভাল পয়েণ্ট তুলতে সাহায্য করে। যেই বিষয়গুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য -
1st Year:
1)Introduction to Sociology.
2)Social History and World Civilizations.
3)Traditions in Social Thought.
4)Introduction to Anthropology.
5)Introduction to Social Psychology.
6)Peace,Conflicts and Human Rights.
7)Bangladesh : Economy,Society and Culture.
Optional - English.
2nd Year:
1)History of Sociological Theories.
2)Rural Sociology.
3)Gender and Development.
4)Introduction to Logic and Science.
5)Social Statistics -1.
6)Sociology of Environment.
7)Sociology of Poverty.
8)Sociology of Ethnicity and Minority.
3rd Year:
1) Classical Sociology Theories.
2)Social Structure of Bangladesh.
3)Urban Sociology.
4)Sociology of Developing Countries.
5)Social Demography.
6)Research Methodology- 1.
7)Sociology of Deviance and Crime.
4th Year:
1)Modern Sociological Theories.
2)Sociology of Education.
3)Industrial Sociology.
4)Sociology of Capitalism and Socialism.
5)Sociology of Social Movement.
6)Social Statistics -2.
7)Research Methodology- 2.
Masters:
1)Contemporary Sociological Theory.
2)Sociology of Global Issues.
3)Comparative Social Structure & Development.
4)Social Change in South Asia.
5)Selected Texts-
a) Changing Society in India,Pakistan & Bangladesh - A. K. Nazmul Karim
b)State,Industrialization & Class Formations in India - Dr. Anupam Sen.
6)Social Stratification & Inequality.
7)Thesis.
-- Md. Golam Kibria.
Department of Sociology.
Hons.: (Session-2011-2012),Masters: (Session-2015-2016).
47th Batch.
Keywords:
সাবজেক্ট রিভিউ Sociology
Subject Review সমাজতত্ত্ব
সাবজেকট রিবিউ সমাজতত্ত্ব
বিষয়: সমাজতত্ত্ব
সোশিয়লজি জব
সমাজতত্ত্ব জব সেক্টর
সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান চাকরি চাকরী
সমাজতত্ত্ব পড়ে কি করব
সমাজতত্ত্ব পড়ে কী করবো
সমাজতত্ত্ব কেমন সাবজেক্ট
সমাজতত্ত্ব বাংলাদেশে চাকরি
সমাজতত্ত্ব পড়াশোনা
requirements qualifications Sociology
বিশ্ববিদ্যালয় ভর্তি সমাজতত্ত্ব
University admission subject
job sectors in Bangladesh
job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ
Chittagong University Sociology department
The University of Chittagong
বই গুলো কি সব ইংরেজিতে ??
ReplyDelete