Thursday, November 28, 2019

সাবজেক্ট রিভিউ: গণযোগাযোগ ও সাংবাদিকতা (Subject Review: Mass Communication and Journalism)

ইদানীং শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে পছন্দের প্রথম সারিতে ঠাঁই করে নিয়েছে সাংবাদিকতা। গণমাধ্যমের প্রসারের ফলে বাড়ছে এ বিষয়ের চাহিদা। পেশার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে এ বিষয় অনেকেই বেছে নিচ্ছেন। গণমাধ্যমের সঙ্গে নিজেকে যাঁরা জড়াতে চান, উচ্চশিক্ষার বিষয় হিসেবে নির্বাচন করতে পারেন সাংবাদিকতা।

সাংবাদিকতায় কেন পড়বেন?
সংবাদপত্রের পাশাপাশি সাংবাদিকতার সুযোগ সৃষ্টি হয়েছে টেলিভিশন, রেডিও ও অনলাইনে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ তো রয়েছেই।
একসময় সাংবাদিকতা বিষয়ে পড়াশোনাকে তেমন মূল্যায়ন করা হতো না। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে কাজের ক্ষেত্র। ফলে এ বিষয়ে পড়তে আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা। সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা এখন শুধু গণমাধ্যমে নয়, বিভিন্ন এনজিও, সরকারি প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানে যোগ্যতার সঙ্গে কাজ করছে।
(সংগৃহীত)

KEYWORDS:
সাবজেক্ট রিভিউ গণযোগাযোগ ও সাংবাদিকতা Journalism 
Subject Review Journalism 
সাবজেকট রিবিউ সাংবাদিক
বিষয়: সাংবাদিকতা
সাংবাদিকতা জব 
সাংবাদিকতা জব সেক্টর
সাংবাদিকতা চাকরি চাকরী
সাংবাদিকতা পড়ে কি করব
সাংবাদিকতা পড়ে কী করবো
সাংবাদিকতা কেমন সাবজেক্ট
সাংবাদিকতা বাংলাদেশে চাকরি
সাংবাদিকতা পড়াশোনা
requirements qualifications mass communication and journalism department 
বিশ্ববিদ্যালয় ভর্তি সাংবাদিকতা বিভাগ
University admission subject journalism 
journalism job sectors in Bangladesh
journalism job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ
Chittagong University journalism 
The University of Chittagong 

No comments:

Post a Comment