মানুষ জন্মগতভাবে রাজনৈতিক জীব - এরিস্টটল
রাষ্ট্রবিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে আদি এবং শ্রেষ্ঠ বিষয়। মানুষ যখন থেকে সংঘবদ্ধ হয়ে রাষ্ট্র নামক ব্যবস্থার অধীনে আসে তখন থেকেই এই বিষয়ের পথচলা, এই পথচলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতি বিজ্ঞান নাম ধারণ করে। রাষ্টবিজ্ঞান না হয়ে রাজনীতি বিজ্ঞান এজন্যই যে রাজনীতির মধ্যে রাষ্ট্র ধারণ করে অনায়সেই।
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পথচলার শুরু হতেই এই বিষয়ের যাত্রা শুরু হয় যদিওবা প্রাতিষ্ঠানিক বয়স কিছু পরে হয়। ধীরে ধীরে এই সাবজেক্ট নিজেকে এমন অবস্থানে উন্নীত করেছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কয়েকটি ডিপার্টমেন্ট নিয়ে তার স্বকীয়তার পরিচয় দিতে গর্ববোধ করে এই ডিপার্টমেন্ট তাদেরই নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সবকিছুতে রাজনীতি বিজ্ঞানের অবস্থান বেশ শক্তপোক্ত।
.
এই ডিপার্টমেন্ট এসে আপনি পাবেন ড. ভুঁইয়া মনোয়ার কবির স্যারের সাথে ১৯৪৭ থেকে বর্তমান বাংলাদেশের ইতিহাসের আলোচনায় নিজেকে ভাসিয়ে দিতে, কিংবা আনোয়ারা ম্যাডামের রসাত্মক ভঙ্গিতে জটিল জটিল তত্ত্বগুলোর সহজবোধ্য ভাষায় বর্ণনা নিতে, যদি তাতেও মন না ভরে তাহলে এসে হাজির হবেন আলম স্যার তার অত্যন্ত পরিমিত রসে মজাদার উপায়ে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন দিকপালের কথা বলতে। ড. ইয়াহ্হিয়া আক্তার স্যার, যার লেখনি হয়তো তোমরা বিভিন্ন জাতীয় দৈনিকে পড়েছো, অসংখ্য বই ও কলাম লিখেছেন তিনি। তাছাড়া ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী স্যার, ড. মাহফুজ পারভেজ স্যার, ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী স্যার সকলের অসংখ্য লেখনী বিভিন্ন জাতীয় দৈনিকে এবং তাদের নিজেদের লেখা বই প্রকাশিত হয়েছে। শুধু বই আর জার্নাল না বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন বিভিন্ন সেক্টরে। ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারও অসংখ্য লেখনী রয়েছে। বলতে গেলে তারা একেকজন জ্ঞানের আধার। তাছাড়া এমন করে আপনি পাবেন প্রায় প্রতিটি সাবজেক্টে অভিজ্ঞ, জ্ঞানী শিক্ষক মন্ডলী। যাদের সর্বোচ্চ সাহায্য সব সময় পাবেন। আর সবশেষে তো আছেই ডিপার্টমেন্ট বড় ভাইয়া,আপুদের সাহায্য, যারা আপনাকে গেঁথে নেবে এই ডিপার্টমেন্টে আপনার প্রথম পথচলার দিনেই।
.
এবার আসা যাক আপনি আগামী ৪ বছরে কি কি পড়বেন?
.
আপনি যদি বিসিএস টার্গেট করেন তাহলে ধরে নেন রিটেনের প্রস্তুতির ৪০-৫০ভাগ আপনার সম্পূর্ণ হবে যদি আপনি মনোযোগী ছাত্র হন। প্রশাসনের বিভিন্ন পরিভাষা আপনার মুখে বুলি ফুটবে যা আপনাকে এগিয়ে রাখবে বিসিএস ভাইভাতে। যেমন আপনি পড়বেন রাষ্ট্রীয় নীতি, তুলনামূলক রাজনীতি, লোক প্রশাসন, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, ব্রিটিশ থেকে বাংলাদেশ পরিণত হওয়ার ইতিহাস, বাংলাদেশের সরকার, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, রুশো, কার্ল মার্ক্স, হবস, জন লক ইত্যাদি পৃথিবী বিখ্যাত মনিষীদের তত্ত্ব, তাদের জীবনধারা, সাথে করতে পারবেন তাদের সমালোচনা।
এইজন্যই এরিস্টটল বলেছিলেন, Political Science is the Mother of all Science.
.
তবে এত দারুণ সব সাবজেক্ট পড়ে আপনি যদি শিক্ষকদের চাহিদামত লিখতে পারেন তাহলে ৩.৩০--৩.৭০ পর্যন্ত রেজাল্ট অনায়সেই করতে পারবেন, তবে শিক্ষকেরা আশায় আছেন আপনারা কেউ এসে স্যারদের থেকে জোর করে ৩.৯০-৪.০০ দখল করে নেওয়ার। উল্লেখ্য সম্পূর্ণ সেশন জট মুক্ত বিভাগ এটি।
.
আর সবিশেষ ব্যাপার হল আপনি এই ৪/৫ বছর স্নাতক, স্নাতকোত্তর করে আপনি কি কি করতে পারবেন?
.
প্রথমত বিসিএসে প্রভূত সুবিধা যা দ্বারা এক্কেবারে সচিব হওয়ার সুযোগ আছে, আপনি যে ফ্যাকাল্টিতে আসছেন তার নাম সমাজ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানের জন্য চাকরি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড পর্যন্ত, মাল্টিন্যাশনাল কোম্পানি, এনজিও, বিভিন্ন দলের রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্বোচ্চ কথা হল বাংলাদেশের প্রতিটি সরকারি/বেসরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আপনি পাবেন শিক্ষকতার সুযোগ। লোভনীয় সব সুযোগ সুবিধায় পাবেন। সুতারাং একথা নিশ্চিত আপনার রুটিরুজির অভাব হবেনা। মূলকথা হচ্ছে এই ডিপার্টমেন্ট আপনাকে জ্ঞানের এক অকূল সাগরে পাড়ি দিতে দক্ষ করে তুলবে। আর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এর কথা এসেই জানবেন।উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য USA, Canada,UK, Australia এবং Europe-এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ রয়েছে।
.
বর্ণিল এই ডিপার্টমেন্টে আপনাদের বরণ করব বলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। দেখা হবে সমাজবিজ্ঞানের দ্বিতীয় তলায়, সুবিশাল করিডর তোমাদের পদচারণায় মুখর হউক।
.
নিয়মিত বিভিন্ন আয়োজনে মুখরিত থাকে বিভাগটি, সিনিয়রদের কাছ থেকে শতভাগ বন্ধুত্বপূর্ণ আচরণ পাওয়া সুনিশ্চিত। তাই দেরি কেন চলে এসো ৫৫ তম ব্যাচের সদস্য হয়ে।
.
পরিমার্জিত ও সংগৃহীত।
-- Yousuf Mohammad Enan
Department of Political Science
University of Chittagong
Keywords:
সাবজেক্ট রিভিউ রাজনীতি বিজ্ঞান
Subject Review Political Science
সাবজেকট রিবিউ রাজনিতি বিজ্ঞাব
বিষয়: রাজনীতি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান রাস্ট্র বিজ্ঞান
রাজনীতি বিজ্ঞান জব
পলিটিকাল সায়েন্স জব সেক্টর
রাজনীতি বিজ্ঞান চাকরি চাকরী
রাজনীতি বিজ্ঞানে পড়ে কি করব
রাজনীতি বিজ্ঞানে পড়ে কী করবো
রাজনীতি বিজ্ঞান কেমন সাবজেক্ট
রাজনীতি বিজ্ঞান বাংলাদেশে চাকরি
রাজনীতি বিজ্ঞান পড়াশোনা
requirements qualifications political science
বিশ্ববিদ্যালয় ভর্তি রাজনীতি বিজ্ঞান
University admission subject Political Science
Political Science job sectors in Bangladesh
Political Science job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ
Chittagong University Political Science department
The University of Chittagong
No comments:
Post a Comment