Saturday, July 13, 2013

তুমি কি কষ্টে আছো?

তোমার চোখের জল করে টলমল
মুছে গেছে তোমার সুখের কাজল
তবে কি তুমি কষ্টে আছ ?
নিজেই নিজেরি ভুলে কাঁদছ ?
যদি মনে কর তুমি সুখে নেই
তবে তুমি ফিরে এসো এখনও আগের মতই ভালবাসি তোমাকে...

দেখতে দেখতে একটা বছর কেঁটে গেল

দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
খুব অবাক লাগে যে মানুষটিকে না দেখে,
কথা না বলে একটা দিনও থাকতে পারতাম
না অথচ আজ ৩৬৫ দিন হল সে মানুষটির
সাথে দেখা হয় না কোন রকম কথা হয় না। খুব
জানতে ইচ্ছে করে কিভাবে পারলে এতদিন আমায় ভুলে থাকতে?
অবশ্য পারার ও কথা!

তোমার মনে আছে কিনা জানি না আজকের এই
দিনটিতে আমাদের ব্রেকআপ হয়েছিল। অবশ্য
মনে থাকার কথা নয়, কারণ আমি হলাম এখন
তোমার জীবনের অতীত। আর অতীতকে কয়জন
মনে রাখতে চাই বল?
শুধু আমার মত বোকারাই একমাত্র অতীত নিয়ে পড়ে থাকে।
শুনেছি আমার শূন্যস্থান পূরণ করার জন্য
নাকি তোমার জীবনে নতুন একজন এসেছে !
তাকে নিয়ে তুমি নাকি খুব সুখেই আছো !
আমি দোয়া করি তোমার এই সুখ যেন
চিরস্থায়ী হয়।

তবে কি জানো ! তোমাকে দেওয়া কথার খেলাফ
আমি আজও করিনি। আমার জীবনে তোমার
শূন্যস্থান পূরণ করার জন্য কেউ এখনও
আসেনি মানে আমি কাউকে তোমার শূন্যস্থান
পূরণ করার অধিকার দেয়নি। কারণ
আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না,
এটা শুধু তোমার জায়গা।
তুমি ছাড়া এইখানে আর কেউ বিচরণ
করতে পারবে না। তুমি ছিলে,
তুমি আছো জানি সারাজীবন তুমিই থাকবে।
পার্থক্য শুধু এখন একটাই তুমি নামের মানুষটির অস্তিত্ব নেই আছে শুধু তোমার
স্মৃতি...............:'(:'(:'(

Friday, July 12, 2013

শুভ সকাল

কষ্টের বন্যায় ভেসে যাওয়া রাতও
ভোর হয় । আর সে সোনালী ভোর দেখতে হলে অনেক কষ্টে জীবন বাঁচিয়ে ভেসে থাকতে হয়।

শুভ সকাল।

Thursday, July 11, 2013

প্রথম যেদিন বলেছিলে ভালবাসি

প্রথম যেদিন বলেছিলে ভালোবাসি , নির্ঘুম রাত ছিল সেদিন আমার । জেগে জেগে
দেখেছি কতই না স্বপ্ন ।
কখনও আপন মনে চলেছি হেসে ।
অন্যরা খেয়াল করলে হয়ত পাগল ভাবত, ভাবুক না তোমার জন্য আমি একবার না,
হাজারও বার পাগল হতে পারি ।

আজও তোমার মুখে ভালোবাসি কথাটা পুরানো সুখের দিনে ফিরিয়ে নিয়ে যায় ।
তবে আজ স্মৃতি গুলোতে কেমন যেন ধুলো পরেছে । তোমার যে হাসিতে ছিল আমার
স্বপ্ন আঁকা, আজ তোমার সেই হাসি মুখে যেন
ভেসে উঠে আমার পরাজয় । যে চোখের দিকে তাকালে স্বপ্নের পর স্বপ্ন হতো
সৃষ্টি, আজ তা যেন কেবলই হতাশা সৃষ্টির অভিন্ন এক যন্ত্র ।

তোমার অবাধ্যতায় যেন আমার পরাজয় । তোমার হীনমন্যতায় আজ আমার দুঃসময় ।
হয়তো আমার কপালে এর থেকে বেশি কিছু লিখা ছিল না । :-( :-(

Saturday, July 6, 2013

আজ তুমি আমার থেকে অনেক দূরে

আজ তুমি আমার থেকে অনেক দূরে
আমার দৃষ্টির সীমা ছাড়িয়ে কোন এক স্বপ্ন ভেঙ্গে আমায় একা ফেলে যাচ্ছ
তোমার ভালবাসার দেশে শুধু আমি পরে রইলাম একা বুকে নিয়ে অগনিত কষ্ট ব্যথা
। ;-(

তারপরও আমি বলবো, অনেক ভালবাসি তোমায় । শুধু তোমায় ।

এই জীবনের প্রতিটি মুহূর্তে তোমার দেয়া প্রতিটি স্পর্শ, অনুভূতি আর
স্বপ্নের কথা ভেবে হৃদয়ের গভীর থেকে গভীরে তোমায় ভালবাসবো বলে এই আমার
বেচে থাকা ।

Friday, July 5, 2013

না পাওয়ার কষ্ট

না পাওয়ার কষ্ট টা যে কত বেশি তা কাউকে হারালে বুঝা যায়। এত কষ্ট, তারপরও
মানুষ সব কষ্ট গুলো নিয়ে বেচে থাকে... এটাই জীবন, এটাই নিয়তি ...।। অনেক
সময় আমদের মাঝে করার মতো কিছু থাকে না ...
কষ্ট গুলু নীরবে সহ্য করে নিতে হয়...।

জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি । যা সারা শরীর ও
মনকে খুব অবসাদ করে ফেলেছে । খুব ইচ্ছে করে এখন সবকিছু ফেলে দিয়ে এমন
কোথাও চলে যাই, যেখানে থাকবে না কোন হারানোর বেদনা । কেউ পিছু টানবে না ,
কেউ না।।

ফেইসবুক

3k পেইজের মধ্যে কোনো (সস্তা) পোস্ট করা হলে এবং পোস্টের নিচে মেয়ে
অ্যাডমিনের নাম উল্লেখ করে দিলে সেই পোস্টে লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়।

আর আমি 7.5k পেইজ চালিয়ে কোনো (তুলনামূলক ভাল) পোস্ট করলেও সেই পোস্টে
ফ্যানদের কোনো সাড়া মেলেনা..

ঐ 3k পেইজটির মধ্যে যদি কোনো ছেলে অ্যাডমিন পোস্ট করে তাহলে সেই পোস্ট যত
ভালই হোক না কেন, ফ্যানদের দৃষ্টি ঐ পোস্টের দিকে তেমন পড়ে না। শুধু
মেয়ের নাম উল্লেখ করলেই পোস্টটি ভাল লাগে সবার।

এফবিতে অনেক এডাল্ট পেইজ আছে, সেগুলোর কথা নাহয় না-ই বললাম। কিছুদিন আগে
দেখলাম 4k একটা (এডাল্ট) পেইজে ২/৩ দিন পর একটা পোস্ট করা হয়। কিন্তু, ঐ
পোস্টে লাইক পড়ে ৮০-১০০টা!

এফবি আসলে দিন দিন অসুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের প্লাটফর্মে পরিণত হচ্ছে।

কয়েকটি পেইজ চালায়। পেইজ চালিয়ে, লাইক, কমেন্ট পেয়ে আমার ১পয়সাও ইনকাম
হয়না। জাস্ট একটু ভাল লাগা। বলা যায় এফবিতে পেইজ গুলোই আমার এক প্রকার
সঙ্গী।

[উল্লেখ্য, এখানে 3k এবং 4k পেইজ দুটি জাস্ট উদাহরণস্বরুপ দেখানো হয়েছে।
এফবিতে এরকম আরো অসংখ্য পেইজ রয়েছে। এবং 3k বলতে ৩ হাজার ও 7.5k বলতে
৭৫০০ বুঝানো হয়েছে]