প্রথম যেদিন বলেছিলে ভালোবাসি , নির্ঘুম রাত ছিল সেদিন আমার । জেগে জেগে
দেখেছি কতই না স্বপ্ন ।
কখনও আপন মনে চলেছি হেসে ।
অন্যরা খেয়াল করলে হয়ত পাগল ভাবত, ভাবুক না তোমার জন্য আমি একবার না,
হাজারও বার পাগল হতে পারি ।
আজও তোমার মুখে ভালোবাসি কথাটা পুরানো সুখের দিনে ফিরিয়ে নিয়ে যায় ।
তবে আজ স্মৃতি গুলোতে কেমন যেন ধুলো পরেছে । তোমার যে হাসিতে ছিল আমার
স্বপ্ন আঁকা, আজ তোমার সেই হাসি মুখে যেন
ভেসে উঠে আমার পরাজয় । যে চোখের দিকে তাকালে স্বপ্নের পর স্বপ্ন হতো
সৃষ্টি, আজ তা যেন কেবলই হতাশা সৃষ্টির অভিন্ন এক যন্ত্র ।
তোমার অবাধ্যতায় যেন আমার পরাজয় । তোমার হীনমন্যতায় আজ আমার দুঃসময় ।
হয়তো আমার কপালে এর থেকে বেশি কিছু লিখা ছিল না । :-( :-(
No comments:
Post a Comment