দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
খুব অবাক লাগে যে মানুষটিকে না দেখে,
কথা না বলে একটা দিনও থাকতে পারতাম
না অথচ আজ ৩৬৫ দিন হল সে মানুষটির
সাথে দেখা হয় না কোন রকম কথা হয় না। খুব
জানতে ইচ্ছে করে কিভাবে পারলে এতদিন আমায় ভুলে থাকতে?
অবশ্য পারার ও কথা!
তোমার মনে আছে কিনা জানি না আজকের এই
দিনটিতে আমাদের ব্রেকআপ হয়েছিল। অবশ্য
মনে থাকার কথা নয়, কারণ আমি হলাম এখন
তোমার জীবনের অতীত। আর অতীতকে কয়জন
মনে রাখতে চাই বল?
শুধু আমার মত বোকারাই একমাত্র অতীত নিয়ে পড়ে থাকে।
শুনেছি আমার শূন্যস্থান পূরণ করার জন্য
নাকি তোমার জীবনে নতুন একজন এসেছে !
তাকে নিয়ে তুমি নাকি খুব সুখেই আছো !
আমি দোয়া করি তোমার এই সুখ যেন
চিরস্থায়ী হয়।
তবে কি জানো ! তোমাকে দেওয়া কথার খেলাফ
আমি আজও করিনি। আমার জীবনে তোমার
শূন্যস্থান পূরণ করার জন্য কেউ এখনও
আসেনি মানে আমি কাউকে তোমার শূন্যস্থান
পূরণ করার অধিকার দেয়নি। কারণ
আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না,
এটা শুধু তোমার জায়গা।
তুমি ছাড়া এইখানে আর কেউ বিচরণ
করতে পারবে না। তুমি ছিলে,
তুমি আছো জানি সারাজীবন তুমিই থাকবে।
পার্থক্য শুধু এখন একটাই তুমি নামের মানুষটির অস্তিত্ব নেই আছে শুধু তোমার
স্মৃতি...............:'(:'(:'(
No comments:
Post a Comment