Saturday, July 6, 2013

আজ তুমি আমার থেকে অনেক দূরে

আজ তুমি আমার থেকে অনেক দূরে
আমার দৃষ্টির সীমা ছাড়িয়ে কোন এক স্বপ্ন ভেঙ্গে আমায় একা ফেলে যাচ্ছ
তোমার ভালবাসার দেশে শুধু আমি পরে রইলাম একা বুকে নিয়ে অগনিত কষ্ট ব্যথা
। ;-(

তারপরও আমি বলবো, অনেক ভালবাসি তোমায় । শুধু তোমায় ।

এই জীবনের প্রতিটি মুহূর্তে তোমার দেয়া প্রতিটি স্পর্শ, অনুভূতি আর
স্বপ্নের কথা ভেবে হৃদয়ের গভীর থেকে গভীরে তোমায় ভালবাসবো বলে এই আমার
বেচে থাকা ।

No comments:

Post a Comment