Friday, July 5, 2013

ফেইসবুক

3k পেইজের মধ্যে কোনো (সস্তা) পোস্ট করা হলে এবং পোস্টের নিচে মেয়ে
অ্যাডমিনের নাম উল্লেখ করে দিলে সেই পোস্টে লাইক-শেয়ারের বন্যা বয়ে যায়।

আর আমি 7.5k পেইজ চালিয়ে কোনো (তুলনামূলক ভাল) পোস্ট করলেও সেই পোস্টে
ফ্যানদের কোনো সাড়া মেলেনা..

ঐ 3k পেইজটির মধ্যে যদি কোনো ছেলে অ্যাডমিন পোস্ট করে তাহলে সেই পোস্ট যত
ভালই হোক না কেন, ফ্যানদের দৃষ্টি ঐ পোস্টের দিকে তেমন পড়ে না। শুধু
মেয়ের নাম উল্লেখ করলেই পোস্টটি ভাল লাগে সবার।

এফবিতে অনেক এডাল্ট পেইজ আছে, সেগুলোর কথা নাহয় না-ই বললাম। কিছুদিন আগে
দেখলাম 4k একটা (এডাল্ট) পেইজে ২/৩ দিন পর একটা পোস্ট করা হয়। কিন্তু, ঐ
পোস্টে লাইক পড়ে ৮০-১০০টা!

এফবি আসলে দিন দিন অসুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের প্লাটফর্মে পরিণত হচ্ছে।

কয়েকটি পেইজ চালায়। পেইজ চালিয়ে, লাইক, কমেন্ট পেয়ে আমার ১পয়সাও ইনকাম
হয়না। জাস্ট একটু ভাল লাগা। বলা যায় এফবিতে পেইজ গুলোই আমার এক প্রকার
সঙ্গী।

[উল্লেখ্য, এখানে 3k এবং 4k পেইজ দুটি জাস্ট উদাহরণস্বরুপ দেখানো হয়েছে।
এফবিতে এরকম আরো অসংখ্য পেইজ রয়েছে। এবং 3k বলতে ৩ হাজার ও 7.5k বলতে
৭৫০০ বুঝানো হয়েছে]

No comments:

Post a Comment