Friday, July 5, 2013

না পাওয়ার কষ্ট

না পাওয়ার কষ্ট টা যে কত বেশি তা কাউকে হারালে বুঝা যায়। এত কষ্ট, তারপরও
মানুষ সব কষ্ট গুলো নিয়ে বেচে থাকে... এটাই জীবন, এটাই নিয়তি ...।। অনেক
সময় আমদের মাঝে করার মতো কিছু থাকে না ...
কষ্ট গুলু নীরবে সহ্য করে নিতে হয়...।

জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি । যা সারা শরীর ও
মনকে খুব অবসাদ করে ফেলেছে । খুব ইচ্ছে করে এখন সবকিছু ফেলে দিয়ে এমন
কোথাও চলে যাই, যেখানে থাকবে না কোন হারানোর বেদনা । কেউ পিছু টানবে না ,
কেউ না।।

No comments:

Post a Comment