Thursday, November 28, 2019
সাবজেক্ট রিভিউ: নৃবিজ্ঞান (Subject Review: Anthropology
সাবজেক্ট রিভিউ: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স / অপরাধবিজ্ঞান (Subject Review: Criminology and Police Science)
সাবজেক্ট রিভিউ: উন্নয়ন অধ্যয়ন (Subject Review: Development Studies)
সাবজেক্ট রিভিউ: সমাজতত্ত্ব / সমাজবিজ্ঞান (Subject Review: Sociology / Social Science)
সাবজেক্ট রিভিউ: রাজনীতি বিজ্ঞান (Subject Review: Political Science)
সাবজেক্ট রিভিউ: লোকপ্রশাসন (Subject Review: Public Administration)
সাবজেক্ট রিভিউ: আইন (Subject Review: Law)
সাবজেক্ট রিভিউ: গণযোগাযোগ ও সাংবাদিকতা (Subject Review: Mass Communication and Journalism)
সাবজেক্ট রিভিউ: আন্তর্জাতিক সম্পর্ক (Subject Review: International Relations)
সাবজেক্ট রিভিউ: অর্থনীতি (Subject Review: Economics)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি কেন পড়বো?
বিশ্বের টপ লেভেলের তিনটি সাবজেক্টের ভিতর দ্বিতীয় অর্থনীতি!
একটি জাতির অর্থনীতির কারিগর অর্থনীতিবিদরা।
তাছাড়াও সোশ্যাল সায়েন্স থেকে একমাত্র অর্থনীতির জন্যই নোবেল পুরস্কার আছে💙
যা পড়ানো হয়ঃ
অর্থনীতি বিষয়টিতে সামষ্টিক ও ক্ষুদ্র অর্থনীতি, অংক, পরিসংখ্যান, ব্যাংকিং, ফিন্যান্স,একাউন্টিং,ম্যানেজমেন্ট ও অর্থনীতির সংশ্লিষ্ট কতকগুলো
গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়।
এছাড়াও উন্নয়ন অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, শিল্প,স্বাস্থ্য অর্থনীতি,ইসলামিক অর্থনীতি,পলিটিক্যাল ইকোনমি ইত্যাদি বিষয় পড়ানো হয়।
অর্থনীতিই কেনো?
অর্থনীতি ছাড়া সব কিছুই অর্থহীন।একুশ শতকের বিশ্ব অর্থনৈতিক উন্নতির পিছনে অর্থনীতিবিদদের বিভিন্ন গবেষণাই মূল ভিত্তি।
আমাদের চারপাশের সীমিত সম্পদের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় অর্থনীতি তা নিয়েই আলোচনা করে।
অর্থনীতিকে বলা হয় রয়্যাল সাবজেক্ট।বর্তমান পৃথিবী যদি কোনো ধাঁধা হয় তবে তার উত্তর হলো অর্থনীতি।
সময়ের সাথে সাথে বিষয় হিসেবে অর্থনীতির আবেদন বাড়ছে। আসলে অর্থনীতিতে সমাজবিজ্ঞান আর বিজ্ঞানের সংমিশ্রণ ঘটেছে।
আর ব্যবসায় প্রশাসনতো খোদ অর্থনীতির কোলেই বেড়ে উঠেছে। অর্থনীতি এমন এক বিজ্ঞান যার গবেষণাগার গোটা পৃথিবী। অর্থনীতির গেম থিওরি এতটাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব যে এটা নিয়ে মনোবিজ্ঞান থেকে শুরু করে হালের কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানীরাও নিজেদের ক্ষেত্রে এটাকে কাজে লাগাচ্ছেন। এখানেই অর্থনীতির শ্রেষ্ঠত্ব। গেম থিউরি কি জিনিস সেটা জানতে "এ বিউটিফুল মাইন্ড" দেখতে পারেন।
→উচ্চ শিক্ষা ও গবেষণা
দেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে অর্থনীতির অনেক বিষয়ের উপর পিএইচডি করা যায়। এছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা সহ নানা দেশে পিএইচডি সুবিধা রয়েছে।
বিশ্বব্যাংক, আইএমএফ, আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও), এশিয়ান উন্নয়ন ব্যাংক, আঙ্কটাড, আইডিএ এসব আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো সরাসরি অর্থনীতিবিদদের দখলে। এসব প্রতিষ্ঠানে প্ল্যানিং ডিভিশনসহ বিভিন্ন পজিশনে শুধু অর্থনীতির ছাত্ররাই নিয়োগ পেয়ে থাকেন। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফোর্ড ফাউন্ডেশন, বিল গেট্স মিলিন্ডা, পেকার্ড ফাউন্ডেশন, আইসিডিডিআরবি, মন বসু, জেএসপিএসে ৮০ থেকে ৯০ ভাগ রিসার্চার অর্থনীতি ব্যাকগ্রাউন্ডের। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতে হলে ভালো মানের অর্থনীতিবিদ হতে হবে।
অর্থনীতির ক্যারিয়ার কি,সে প্রশ্নটা না হয় ভবিষ্যতের জন্যইতোলা থাক
#কি_আছে_চবি_অর্থনীতি_ডিপার্টমেন্টে?
প্রশ্নটি সম্ভবত এভাবে হবে,কি নেই চবি অর্থনীতি বিভগে?
দেশের অন্যতম সেরা ডিপার্টমেন্ট চবি অর্থনীতি বিভাগ💙।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সচিব,বাংলাদেশ ব্যাংকের এডি,ইউএনডিপির পরিচালক,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তা কোথায় নেই এই ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা!
আর প্রতিষ্ঠালগ্ন থেকে এ ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন নোবেলজয়ী ডঃ ইউনুস,একুশে পদকপ্রাপ্ত ডঃ মইনুল হোসেন ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান এবং আরো অনেকে।
প্রতিষ্ঠার ৫৩ বছর পেরিয়ে যেসব ডিপার্টমেন্টের সব শিক্ষকই চবির ছাত্র ছিলো তার মাঝে অর্থনীতি বিভাগ একটি।
এ ডিপার্টমেন্টের সব টিচাররাই এক সময় এই বিভাগের গর্বিত ছাত্র ছিলো।
বিভাগ কর্তৃক এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ।
বিভিন্ন দিবস উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন সহ চবি অর্থনীতি বিভাগ নিয়মিত আয়োজন করে ডিস্টিংগুয়িশড লেকচারের।
যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর,এক্স-গভর্নর,সরকারী ব্যাংকগুলোর সর্বোচ্চপদের কর্তা,বিদেশের বিভিন্ন ভার্সিটির বাংলাদেশী খ্যাতনামা শিক্ষকদের নিয়ে আসা হয়।
আর ডিপ্টের চেয়ারম্যান নিতাই স্যারের গান তো আছেই😂😂
#Young Economists Society (YES)
অর্থনীতি বিভাগের ছাত্রদের নিয়ে ১৩ বছর আগে প্রতিষ্ঠিত হয় ইয়েস।
এই সংগঠনটিকে চবি অর্থনীতি বিভাগের প্রাণভোমরা বলা যায়।
যার মূল মটোই হলো Together We Grow।
এখানে তুমি একগাদা বড়ভাই পাবে যারা সত্যিই জুনিয়রদের আগলে রাখে ভালোবাসা দিয়ে।
ইয়েসের বর্তমান কমিটির ভাইরা এতো সেরা আর কেয়ারফুল যে বলার অপেক্ষা রাখে না।
এইতো সদ্য সমাপ্ত হওয়া ন্যাশনাল বাজেট অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ড শেষে সিনিয়র-জুনিয়ররা মিলিমিশে একাকার হয়ে গেছিলো।
আর তাতে ইয়েস প্রেসিডেন্ট মাসুম ভাইয়ের জুনিয়রদের সাথে ডান্স বা জিএস আদনান আলী ভাইয়ের গান এককথায় এতোটা জোশ ক্লাব আর হতেই পারে না।
এছাড়াও বিতর্ক,দেয়ালিকা,ম্যাগাজিন প্রকাশ,পাঠচক্র এবং চবি অর্থনীতি বিভাগের সাবেক সেরা ছাত্রতের নিয়ে ক্যারিয়ার গাইডলাইনের ব্যাপারস্যাপার তো আছেই।
সিট সংখ্যা-
সায়েন্স-৬৬
আর্টস-৪০
কমার্স-২৬
এতক্ষণ তো গেলো অর্থনীতির ভালো দিকগুলি,এবার একটু খারাপ দিকগুলোতেও আসা যাক।
অর্থনীতি এমন একটি সাবজেক্ট যেখানে প্রচুর প্যারা।
পড়াশুনো করতেই হবে।
প্রায় ৭০-৮০% হায়ারম্যাথসের টার্ম আর গ্রাফ দিয়ে ভর্তি এই সাবজেক্টটি নিলে পড়াশুনো ছাড়া বিকল্প কোনো অপশনস নাই।
যদি তুমি অংকে প্রচুর কাঁচা হও তাহলে এতে ধাতস্থ হতে বেগ পেতে হবে।
আর ১ম ও ২য় বর্ষে তো একাউন্টিং,ম্যানেজমেন্ট,ফিন্যান্স,ব্যাংকিং এগুলো আছে।
কষ্ট করলে কেষ্ট মেলে,কথাটা বোধহয় অর্থনীতির পরিপূরক।
জব সেক্টরে এ ডিপার্টমেন্টের চাহিদা বলে শেষ করার নয়।
আর যদি ভার্সিটিতে এসে মজ-মাস্তি করার অভিপ্রায় থাকে তাহলে বলবো অর্থনীতি না নিয়ে অন্যান্য সাবজেক্টগুলো চুজ করাটাই ব্যাটার হবে।
মজার ব্যাপার হলো বাহ্যিক দিক থেকে এটাকে রসকষহীন সাবজেক্ট মনে হলেও যখন এই সাবজেক্ট নিয়ে পর্যালোচনা করবে তখন অর্থনীতির চেয়ে রসালো সাবজেক্ট তুমি খুঁজেই পাবে না।
আমাদের নন-মেজর কোর্সের রাষ্ট্রবিজ্ঞানের জ্যেষ্ঠ এক প্রফেসর প্রায়ই বলেন,"এই যে দুনিয়ার এতো রাজনীতি,বৈশ্বায়ন,যুদ্ধ,বিপ্লব সবগুলোই অর্থনীতিকে কেন্দ্র করেই আপতিত হয়"।
সবমিলিয়ে রয়্যাল এই ডিপার্টমেন্টের নবীনদের অগ্রীম অভিনন্দন💙
ভালোদের জন্য ভালোবাসা
-- আল-মামুন,
অর্থনীতি বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়💙
Keywords:
সাবজেক্ট রিভিউ অর্থনীতি
Subject Review Economics
সাবজেকট রিবিউ অর্থনিতি
বিষয়: অর্থনীতি
জব অর্থনীতি
অর্থনীতি জব সেক্টর
অর্থনীতি চাকরি চাকরী
অর্থনীতি পড়ে কি করব
অর্থনীতি পড়ে কী করবো
অর্থনীতি কেমন সাবজেক্ট
অর্থনীতি বাংলাদেশে চাকরি
অর্থনীতি পড়াশোনা
requirements qualifications Economics
বিশ্ববিদ্যালয় ভর্তি অর্থনীতি অর্থনিতি অর্থনিতী অর্তনীতি
University admission subject Economics
Economics job sectors in Bangladesh
Economics job sectors in the world
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ
Chittagong University Economics department
The University of Chittagong