Friday, March 2, 2018

আইডল ও শ্রদ্ধাবোধ

যাদেরকে আমরা আইডল হিসেবে গ্রহণ করি তাদের খুব কাছে যাওয়া উচিৎ না। কারণ খুব কাছে গেলে তাদের খারাপ দিকগুলোও আমরা দেখতে পাব। আর একজন আইডলের খারাপ দিকগুলো যখন তার কোনো অনুসারী জানতে পারে তখন সেই আইডলের প্রতি আর শ্রদ্ধাবোধ থাকে না। যদিও আমরা জানি পাপ মানুষই করে। তবুও একজন আইডলের খারাপ আচরণটাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বেশি ভাবায়।  আমরা যার কাছ থেকে যেটা আশা করি না, তার কাছ থেকে সেটার প্রতিফলন ঘটলে আমরা মনে আঘাতই পাই। যাকে আমরা বেশি ভালোবাসি তার ছোট অপরাধও আমাদের বড় কষ্ট দেয়। আর একটা মানুষের উপর একবার অশ্রদ্ধা জন্মালে সেটা আর দূর করা যায় না। তাই যাদেরকে আমার বেশি ভালো লাগে, বা যাদের আচরণ দ্বারা আমি প্রভাবিত হই তাদের খুব কাছে আমি যাওয়ার চেষ্টা করি না। আমি জানি, কাছে গেলে কেবল অশ্রদ্ধারই দেখা পাব।

-- Tareq I Imon

No comments:

Post a Comment