বর্তমানে সেলেব্রিটি হওয়ার অন্যতম সহজ মাধ্যম মনে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণির প্রতি সহানুভূতি দেখিয়ে কিছু লেখা। সেলেব্রিটি হতে চাইলে আপনিও লিখতে পারেন মধ্যবিত্ত নিয়ে। :D
.
(আমিও মধ্যবিত্ত। কিন্তু কিছু পাবলিক মধ্যবিত্তকে পুঁজি করে লাইক ব্যবসা করতে গিয়ে এই শ্রেণিটিকে তাদের লেখায় নিচে নামাতে নামাতে সবার কাছে একেবারে করুণার পাত্র বানিয়ে ছেড়েছে। নিজের মধ্যবিত্ত জীবনের বাস্তব অভিজ্ঞতা কেউ শেয়ার করলে তা ভালোই লাগে। যেমন কিছুদিন আগে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান স্যারের ছাত্রজীবনে তাঁর মধ্যবিত্ত পরিবারের নানা অভিজ্ঞতার বর্ণনা সম্পর্কিত একটা লেখা পড়েছিলাম। খুব ভালো লেগেছিল। কিন্তু, যারা সেলেব্রিটি হওয়ার উদ্দেশ্যে সকল মধ্যবিত্ত শ্রেণির সর্বোচ্চ লাইকের কথা মাথায় রেখে একটা সস্তা গল্প বানিয়ে মধ্যবিত্তদের অতি অসহায় রূপে প্রকাশ করেন, তাদের প্রতি আমার চরম এলার্জি আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কেউ একমত না হলে avoid করতে পারেন। :) )
--Tareq I Imon
No comments:
Post a Comment