সরকারের নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ— প্লিজ, এই কোটা পদ্ধতি সংস্কার করুন। ৫৬% কোটা নামক এই প্রহসন বন্ধ করুন। মেধাবীদের দীর্ঘদিনের স্বপ্ন, রাতজাগা পরিশ্রমকে কোটার কাতারে এনে এভাবে অবমূল্যায়ন করবেন না। আমরা 'বাংলাদেশ' নামক স্বাধীন দেশের নাগরিক। কিন্তু ১০০টা আসনের মধ্যে ৫৬ জনই নিয়োগ হবে কোটায়— এই ব্যবস্থা সেই স্বাধীনতাকে অস্বীকার করে। আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। ৫৬% কোটা দিয়ে একজন মেধাবীর স্বপ্নকে হত্যা করবেন না। মেধাবী এবং কোটাধারীদের মধ্যে এই বৈষম্য বন্ধ হোক।
.
(যারা কোটা সংস্কারের দাবি জানাতে গিয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করে কথা বলছে তাদের সম্পর্কে বলতে চাই, তারা হয় এই আন্দোলনের সঠিক উদ্দেশ্য সম্পর্কে জানে না, না-হয় এই আন্দোলনকে সমালোচিত করার জন্য ইচ্ছাকৃতভাবেই এইসব করছে)
-- Tareq I Imon
No comments:
Post a Comment