Friday, March 2, 2018

জীবনের বিষণ্ণতা

জীবনের বিষণ্ণতা কখনও আড়াল হয়ে যায় ফিরে আসা সুখের আবরণে। সেই আবরণ অবিস্তীর্ণ। সেই সময় ক্ষণিকের। তবুও জীর্ণ মনের প্রাণ ফিরে পাওয়া..। কিছুটা ছোটাছুটি; কিছুটা উচ্ছ্বাস।  যেন গভীর সমুদ্র হতে কোনো বাতাস এসে প্রাচীন পরিত্যক্ত কোনো ঘরে জমে থাকা পুরোনো ধুলো সরিয়ে দিল। তারপর... তারপর এভাবে সময়ের প্রান্তে এসে, কে যেন বলে দেয়, "এ পথ তোমার নয়, ফিরে এসো.."

--Tareq I Imon

No comments:

Post a Comment