Friday, March 2, 2018

অনুভূতির বিদ্রোহ

মনের নিদ্রিত অনুভূতিগুলো মাঝে মাঝে বিদ্রোহ করে ওঠে। তাদের আক্ষেপ— কেন তাদের এতো অবহেলা করি; কেন তাদের চাওয়া আমি বুঝতে চাই না; কেন তাদের বার বার ভুলিয়ে রাখি। কিন্তু তাদের এটা বুঝাতে পারি না, আমিও যে সভ্যতার কাছে শৃঙ্খলিত; আর ভবিষ্যতের কাছে অবরুদ্ধ।

--Tareq I Imon

No comments:

Post a Comment