Saturday, May 18, 2019

আন্ধকার পৃথিবী

জ্বালালে সেই জোনাকির আলো,
একদিন দিয়েছিল যা ভালোবেসে..।
অন্ধকার পৃথিবীটা কারও—
যদি তা দেখতে চায়,
যদি কাছে আনতে চায়,
যদি চায় প্রার্থনায়,
শাস্তি দিবে কি কঠিন?

- Tareq I Imon

বেঞ্চের অর্থহীন লেখা

মাঝেমাঝে ক্লাসে যাই..
কাঠের লম্বা বেঞ্চের উপর ভিড় করা বলপয়েন্টের হাজার অর্থহীন লেখার মাঝে আমিও কিছু লিখে দেই..

- Tareq I Imon

আতঙ্কিত জীবন

ঘুমাতে যাই বুকে আতঙ্ক নিয়ে..
মানুষ মারিনি, অপরাধ করিনি, কারও শত্রুও নই আমি..
তবুও কেন পালিয়ে থাকা খুনির মতো,
মনকে পাহারায় রেখে ঘুমাতে যাই..।
কেন জেগে ওঠি টিকটিকির শব্দে,
কেন দেখি সব ঘোলাটে অবর্ণনীয় দুঃস্বপ্ন..।
কেন মনে হয়,
আতঙ্কিত শক্ত পায়ের পাতার
ঘর্মাক্ত শরীরটা নিয়ে পালিয়ে যাই--
যেখানে নেই কোনো দুঃসংবাদ, আর বিলীনের প্রতীক্ষা..।

- Tareq I Imon

আমার শৃঙ্খল মনস্তত্ত্ব

শিষ্টতার ছোঁয়া দিয়ে ধীরে ধীরে গড়া—
আমার শৃঙ্খল মনস্তত্ত্ব,
আর তোমাদের মুক্ত স্বাধীনতা..।
তোমরা সমাপ্তির দেখা পাও দ্রুত,
পাও পরিণতির স্বাদ;
আমি অপরিণত, পরাধীন, তৃষ্ণার্ত..।
সব ইচ্ছাকে জয় করে তোমরা বল—
পৃথিবীর স্বাদ তিক্ত;
সবকিছু পেয়ে গিয়ে তোমরা গড়—
অতৃপ্তির রুক্ষ প্রাচীর..।
রুক্ষতার যে প্রাচীর একদিন ভেঙে পড়ে,
প্রকট শব্দে কম্পিত হয় পৃথিবী,
কম্পিত হই আমি,
ফিরে তাকাই আমার শৃঙ্খল মনস্তত্ত্বে,
তৃপ্তি খুঁজে পাই নিজের—
অনটনে, দীর্ঘশ্বাসে, অপরিণত ইচ্ছায়..।

- Tareq I Imon

অস্বস্তির দিনগুলো

অস্বস্তির দিনগুলো যেন দিগন্তে রূপ নিল,
শেষ নেই, সমাপ্তি নেই, কেবল আসীম..

- Tareq I Imon

বসন্তের বৃষ্টি

বসন্তের বৃষ্টি...
সব আছে পৃথিবীতে,
কী যেন নেই, কী যেন নেই!

- Tareq I Imon

তোমার উদিত বিস্ময়

অনভ্যস্ত চোখ আমার দ্বিধান্বিত হয়ে যায়,
দুমড়ে যায়, মুষড়ে পড়ে তোমার—
বিস্ময়ের অভিমুখে..।
সংকোচের মরীচিকা ঝরে যায়,
চেতনার লুপ্ত কণারা ফিরে আসে;
পুষে রাখা স্বাতন্ত্র্যবোধকে চাপা দিয়ে তারা—
নেমে পড়ে স্বাতন্ত্র‍্যবিরোধী মিছিলে..।
উন্মাদের মতো ঘুরে বেড়ায় কেবল—
প্রান্তে ও-প্রান্তে,
তোমার আবির্ভাবের উৎসে..।

- Tareq I Imon

জলেভরা পুষ্করিণী

জলেভরা পুষ্করিণী, ডুবে গেছে ঘাট..
জগৎনিয়ম ঢেকে দিয়ে, ভাঙতে চায় বাঁধ..

- Tareq I Imon

ইটখোলা মন্দির

নক্ষত্রের পাহারায় আজও বেঁচে আছে—
ইতিহাসের জীর্ণ অংশ এক;
বাতাস যেখানে অতীতের গল্প বলে,
দৃষ্টি যেখানে অতীতের ছবি দেখায়..।

- Tareq I Imon

আপডেটেড ভণ্ড

ফেসবুকে সবসময় নীতি কথা বলা, ভালো পোস্ট শেয়ার করা 'ভালো মানুষ'-গুলোকে হচ্ছে আপডেটেড ভণ্ড।

- Tareq I Imon

কালো দুঃখ

চোখের নিচে পড়েছে কালো কালি তার-- রাত জাগে কি সে?
হয়তো জাগে; কিংবা রাত তাকে জাগায়।
হাসির মাঝেও স্পষ্ট দুঃখ ভেসে ওঠে মুখে তার-- দুঃখ লুকাতে চায় কি?
হয়তো চায়; কিংবা দুঃখ তাকে লুকায়..।

- Tareq I Imon

ভুলে যাব

ভুলে যাব, যেভাবে সবাই ভুলে যায়। ইচ্ছায়, বা অনিচ্ছায়..।

- Tareq I Imon

অবারিত বিষাদ

বেঁচে আছি.. সমস্ত অসংলগ্ন ভাবনা ও বিষণ্ণতাকে সাথে নিয়ে। পুরোপুরি উদ্দেশ্যহীন, আর পুরোপুরি নিঃসঙ্গ। যেন শুকিয়ে যাওয়া নদী-তীরে পড়ে থাকা প্রাণহীন কোনো শামুক, অথবা গভীর বনে রাত কাটানো গৃহহারা দুঃখী কোনো পাখি। সবকিছু অচেনা, আর নির্মোহ মনে হয়। এ যেন পৃথিবীর মাঝে অন্য এক পৃথিবী, যেন বিষাদের মাঝে অবারিত বিষাদ..।

- Tareq I Imon

মশার শূন্য উদর

একটা ক্ষুধার্ত, খালি পেটের মশা আমার হাতের উপর বসেছে। রক্ত খাবে। আমি মশাটাকে তাড়িয়ে দেইনি। তার প্রতি মায়া হয়েছে বলে না। নতুন একটি দৃশ্য দেখব বলে। সম্পূর্ণ খালি পেটের একটি মশা রক্ত খেয়ে কীভাবে নিজের পেটের সাইজকে কয়েকগুণ বাড়িয়ে নেয়--সেই দৃশ্য। এটা দেখতে হলে নিজেরও যথেষ্ট ধৈর্যশক্তি ধারণ করা দরকার। আমিও মনে মনে ততটা ধৈর্যধারণের প্রস্তুতি নিলাম। মশাটা অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে আমার চামড়া ছিদ্র করলো। তারপর রক্ত খাওয়া শুরু করলো.. আমার হাত শিরশির করছে। ইচ্ছে করছে এক্ষুনি ঠাস্ করে একটা থাপ্পড় মেরে মশাটাকে থামিয়ে দেই। কিন্তু 'ধৈর্যধারণ' করেছি বলে সেটা করিনি। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎবেগে সে রক্ত চুষে নিল। মানুষের একটা রক্তের ফোঁটাকে সে তার পেটে ধারণ করল। হয়তো তৃপ্তি মিটিয়ে এখনই চলে যাবে, কিংবা হঠাত করে শরীরের ওজন কয়েকগুণ বেড়ে যাওয়ায় নিজের ভারসাম্য হারিয়ে নিজেই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ঠাস্ করে তার গায়ের উপর গিয়ে পড়ল আমার আরেকটি হাত।

- Tareq I Imon

'বীরপুরুষ'

সুযোগ পেয়েছ তার অসহায়ত্বে;
লুটে নাও হে 'বীরপুরুষ'..।

- Tareq I Imon

জীবনের শোচনা

ভুলে গিয়ে সব অভিপ্রায়—
উদাম মনে গিয়েছিলে মিশে..
তাড়নার তাড়ায় পড়ে—
স্বকীয়তাকে দিয়েছিলে পিষে..
সুপ্তি! তুমি ভাঙ্গনি;
সভ্যতার কান্না তুমি শুননি..
অন্যের তাড়নার শিকার হয়ে—
তবে, কেন আজ জাগলে?
ভুলে যেতে সমাপ্তির কথা,
কেন না-ভাবলে!
এককালের কঠিন তুমি,
আজ কেন কর শোচনা?
ভুলে গিয়েছিলে তুমি,
তবে, সময় যে ভুলে না..
বেলা শেষে আজ হঠাৎ,
তুমি হয়ে গেলে কেন শ্রান্ত?
জীবন কেন তোমায় কোনো,
দেয় না ক্ষমার প্রান্ত?

- Tareq I Imon

অনুভূতির লুকোনো খাতা

দিকভ্রান্ত হয়ে ছুটছে জীবন.. কত মানুষ, কত বৈচিত্রতা, কত উপলব্ধি.. চেনার মাঝে পাই অচেনা রূপ, আর অচেনার মাঝে খুঁজি বিস্ময়.. মনের আকাশে উড়ে বেড়ায় কত কথা..  কিছু কথা রূপ নিতে পারে শব্দে, আর কিছু তা পারে না.. আকাশের আসীমতা পেরিয়ে তারা জমে অনুভূতির লুকোনো খাতায়। অতীতের অনুক্ত সব কথামালাকে হাতড়ে বেড়াতে, সবুজ জীবনের শেষে হলুদে বার্ধক্যের কোনো এককালে গিয়ে খুলে দেখব এই খাতা; যেটার অস্তিত্ব কেবল আমারই জানা..।

- Tareq I Imon

লঙ্ঘিত বিশ্বাসের ফিরিয়ে দেওয়া প্রতিদান

বিশ্বাস ভঙ্গের প্রতিদান হয়ে তুমি এসেছিলে..। অধিক হিংস্র আর বর্বরতর হয়ে.. হিংস্রতার মলিন রেখা এঁকে দিয়েছিলে মনের সাদা দেয়ালে.. যা কেউ দেখে না, কেবল আমি ছাড়া। তুমি আমাকে মনে করিয়ে দাও, প্রকৃতির প্রতিদান ভুল হয় না; হয় অধিক হিংস্র ও বর্বরতর, কিংবা অধিক ভালোবাসাময়। ভালোবাসা তুমি দিলে না, কারণ আমি তোমাকে দেইনি। তুমি দেখিয়েছ তোমার নির্দয় রূপ, যা আমি ভুলতে পারি না। এত অসত্যের মাঝেও তুমি মিথ্যে নও.. ক্যালেন্ডারের পাতায় তুমি ফিরে আসো সত্য হয়ে। আর আমাকে মনে করিয়ে দাও, প্রকৃতি সবকিছু ফিরিয়ে দেয়, এইভাবেই; তোমার মতোই..।

- Tareq I Imon

সফলতা; আর ব্যর্থ মানুষের সম্পর্ক

আপনি সফল তাই বলে এটা ভাববেন না যে, সফলতার পরে যত মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছে তারা সবাই আপনার কাছ থেকে কেবল সুবিধা গ্রহণের জন্যই আপনার সাথে সম্পর্ক রেখেছে। এমন কিছু মানুষ আছে যারা আপনার সফলতার চেয়ে আপনাকেই বেশি ভালোবাসে। আর এমন কিছু মানুষ আছে যাদের কাছে আপনার সফলতার কোনো মূল্য নেই।

- Tareq I Imon

আধার্মিকের ধর্ম

সমাজে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, যেটার আয়োজক এবং প্রধান অর্থদাতা একজন অধার্মিক এবং লম্পট। কিছু অভুক্ত মানুষ সেখানে গিয়েছে একবেলা খাবার খাওয়ার মধ্যদিয়ে সেই অধার্মিকের পুণ্যের পাল্লা 'ভারী' করতে। আর একজন ধর্মীয় 'বিজ্ঞ' ব্যক্তি প্রধান অতিথি হিসেবে গিয়েছেন, যার উদ্দেশ্য সেই লম্পটের পা চেটে দিনশেষে নিজের পকেট ভারী করে আনা।

- Tareq I Imon

ক্ষমা ও ভালোবাসা

যার কাছে সহজে ভুলের ক্ষমা পাওয়া যায়, মানুষ তাকে বেশি ভালোবাসে..।

- Tareq I Imon

ধ্বংসের হাতিয়ার

মানসিকভাবে কাউকে শেষ করে দিলে শারীরিকভাবে তাকে আর শেষ করার প্রয়োজন পড়ে না..।

- Tareq I Imon