Saturday, May 18, 2019

জীবনের শোচনা

ভুলে গিয়ে সব অভিপ্রায়—
উদাম মনে গিয়েছিলে মিশে..
তাড়নার তাড়ায় পড়ে—
স্বকীয়তাকে দিয়েছিলে পিষে..
সুপ্তি! তুমি ভাঙ্গনি;
সভ্যতার কান্না তুমি শুননি..
অন্যের তাড়নার শিকার হয়ে—
তবে, কেন আজ জাগলে?
ভুলে যেতে সমাপ্তির কথা,
কেন না-ভাবলে!
এককালের কঠিন তুমি,
আজ কেন কর শোচনা?
ভুলে গিয়েছিলে তুমি,
তবে, সময় যে ভুলে না..
বেলা শেষে আজ হঠাৎ,
তুমি হয়ে গেলে কেন শ্রান্ত?
জীবন কেন তোমায় কোনো,
দেয় না ক্ষমার প্রান্ত?

- Tareq I Imon

No comments:

Post a Comment