Saturday, May 18, 2019

লঙ্ঘিত বিশ্বাসের ফিরিয়ে দেওয়া প্রতিদান

বিশ্বাস ভঙ্গের প্রতিদান হয়ে তুমি এসেছিলে..। অধিক হিংস্র আর বর্বরতর হয়ে.. হিংস্রতার মলিন রেখা এঁকে দিয়েছিলে মনের সাদা দেয়ালে.. যা কেউ দেখে না, কেবল আমি ছাড়া। তুমি আমাকে মনে করিয়ে দাও, প্রকৃতির প্রতিদান ভুল হয় না; হয় অধিক হিংস্র ও বর্বরতর, কিংবা অধিক ভালোবাসাময়। ভালোবাসা তুমি দিলে না, কারণ আমি তোমাকে দেইনি। তুমি দেখিয়েছ তোমার নির্দয় রূপ, যা আমি ভুলতে পারি না। এত অসত্যের মাঝেও তুমি মিথ্যে নও.. ক্যালেন্ডারের পাতায় তুমি ফিরে আসো সত্য হয়ে। আর আমাকে মনে করিয়ে দাও, প্রকৃতি সবকিছু ফিরিয়ে দেয়, এইভাবেই; তোমার মতোই..।

- Tareq I Imon

No comments:

Post a Comment