Saturday, May 18, 2019

অবারিত বিষাদ

বেঁচে আছি.. সমস্ত অসংলগ্ন ভাবনা ও বিষণ্ণতাকে সাথে নিয়ে। পুরোপুরি উদ্দেশ্যহীন, আর পুরোপুরি নিঃসঙ্গ। যেন শুকিয়ে যাওয়া নদী-তীরে পড়ে থাকা প্রাণহীন কোনো শামুক, অথবা গভীর বনে রাত কাটানো গৃহহারা দুঃখী কোনো পাখি। সবকিছু অচেনা, আর নির্মোহ মনে হয়। এ যেন পৃথিবীর মাঝে অন্য এক পৃথিবী, যেন বিষাদের মাঝে অবারিত বিষাদ..।

- Tareq I Imon

No comments:

Post a Comment