শিষ্টতার ছোঁয়া দিয়ে ধীরে ধীরে গড়া—
আমার শৃঙ্খল মনস্তত্ত্ব,
আর তোমাদের মুক্ত স্বাধীনতা..।
তোমরা সমাপ্তির দেখা পাও দ্রুত,
পাও পরিণতির স্বাদ;
আমি অপরিণত, পরাধীন, তৃষ্ণার্ত..।
সব ইচ্ছাকে জয় করে তোমরা বল—
পৃথিবীর স্বাদ তিক্ত;
সবকিছু পেয়ে গিয়ে তোমরা গড়—
অতৃপ্তির রুক্ষ প্রাচীর..।
রুক্ষতার যে প্রাচীর একদিন ভেঙে পড়ে,
প্রকট শব্দে কম্পিত হয় পৃথিবী,
কম্পিত হই আমি,
ফিরে তাকাই আমার শৃঙ্খল মনস্তত্ত্বে,
তৃপ্তি খুঁজে পাই নিজের—
অনটনে, দীর্ঘশ্বাসে, অপরিণত ইচ্ছায়..।
- Tareq I Imon
No comments:
Post a Comment