ঘুমাতে যাই বুকে আতঙ্ক নিয়ে..
মানুষ মারিনি, অপরাধ করিনি, কারও শত্রুও নই আমি..
তবুও কেন পালিয়ে থাকা খুনির মতো,
মনকে পাহারায় রেখে ঘুমাতে যাই..।
কেন জেগে ওঠি টিকটিকির শব্দে,
কেন দেখি সব ঘোলাটে অবর্ণনীয় দুঃস্বপ্ন..।
কেন মনে হয়,
আতঙ্কিত শক্ত পায়ের পাতার
ঘর্মাক্ত শরীরটা নিয়ে পালিয়ে যাই--
যেখানে নেই কোনো দুঃসংবাদ, আর বিলীনের প্রতীক্ষা..।
- Tareq I Imon
No comments:
Post a Comment