Saturday, May 18, 2019

অনুভূতির লুকোনো খাতা

দিকভ্রান্ত হয়ে ছুটছে জীবন.. কত মানুষ, কত বৈচিত্রতা, কত উপলব্ধি.. চেনার মাঝে পাই অচেনা রূপ, আর অচেনার মাঝে খুঁজি বিস্ময়.. মনের আকাশে উড়ে বেড়ায় কত কথা..  কিছু কথা রূপ নিতে পারে শব্দে, আর কিছু তা পারে না.. আকাশের আসীমতা পেরিয়ে তারা জমে অনুভূতির লুকোনো খাতায়। অতীতের অনুক্ত সব কথামালাকে হাতড়ে বেড়াতে, সবুজ জীবনের শেষে হলুদে বার্ধক্যের কোনো এককালে গিয়ে খুলে দেখব এই খাতা; যেটার অস্তিত্ব কেবল আমারই জানা..।

- Tareq I Imon

No comments:

Post a Comment