Tuesday, January 1, 2013

আজ ২০১২ এর শেষ দিন। ২০১২টা আমার জীবনের উল্লেখযোগ্য একটা বছর। আমি যতদিন
বেছে থাকব ততদিন ২০১২টা একটা বিশেষ বছর হিসেবে আমার জীবনে স্বরণীয় হয়ে
থাকবে। স্বরণ রাখার মত অনেক কিছুই হয়েছে এই বছরটিতে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আশা করি ২০১৩ টা সবার ভাল কাটবে। সুখ,
শান্তি আর আনন্দে কাটুক বছরটি। দুঃখের স্মৃতি বিজড়িত যেন না হয় কারো
জীবনে এই প্রার্থনাই আল্লাহর কাছে করি।

No comments:

Post a Comment