Tuesday, January 15, 2013

সেদিন তুমি আমি

একদিন দেখা হবে জীবনের পথে,
হঠাৎ করেই থমকে যাবে পথচলা,
অপলক চাহনি রবে শান্ত সুস্থির,
কোন অভিমান নেই শুধু চেয়ে থাকা।
সময় পিছিয়ে যাবে এক নিমিষেই,
অস্পষ্ট স্মৃতিতে কিছু একান্ত সময়,
মোচড় দিয়ে উঠবে একটা ক্ষীণ কষ্ট,
কিছু অপূর্ণ চাওয়া,
কিছু হাহাকার।

নীরবতা ভেঙ্গে বলা " কেমন আছ?", "ভালো আছি" বলে চাপা আর্তনাদ, স্বল...

No comments:

Post a Comment